আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

 

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

 

আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Unlimited Facebook Account ক্রিয়েট করবেন কোনো প্রকার Problem ছাড়া।

 

তো চলুন শুরু করা যাক।

 

প্রথমে প্লে স্টোর থেকে Pydroid 3 অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

এরপর অ্যাপটি ওপেন করে উপরের ৩ ডট মেনুতে চাপ দিয়ে Pip এর উপর ক্লিক করবেন।

Screenshot এ দেখানো মার্ক স্থানে নিচের Command গুলো একটি একটি করে টাইপ করে Install বাটনে ক্লিক করুন।

requests

random

faker

hashlib

 

এই লিংকে ক্লিক করলে একটি Script পাবেন। Script এর উপর চাপ দিলে Screenshot এর মতো অপশন আসবে।

এখান থেকে Pydroid 3 সিলেক্ট করে তার উপরে চাপ দিন।

Screenshot এ দেখানো বাটনে চাপ দিন।

এখন আপনি কতো গুলো অ্যাকাউন্ট খুলতে চান তার একটি সংখ্যা বসিয়ে Enter বাটনে চাপ দিন। এবার দেখুন Facebook Account অটেমেটিক ক্রিয়েট হচ্ছে।

[যদি কেউ পোস্ট পড়ে অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন]

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, বিভিন্ন মেথড এবং নতুন নতুন ট্রিকস ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন। 



Join Our Telegram Channel 

14 thoughts on "Unlimited Facebook Account Create | যেভাবে Unlimited Facebook Account ক্রিয়েট করবেন Without Problem"

  1. Avatar photo Ayon Da Contributor says:
    hashlib এইটা Install হয়না যে
    1. Avatar photo Rashidul.jr Author Post Creator says:
      No problem….
  2. Avatar photo hujaifa100 Contributor says:
    ৫টা করলাম, ৫টাই ডিজেবল, লগইন-ই হলো না
    1. SB Bijoy Contributor says:
      All id disable hoya jai☹️
  3. Avatar photo Ayon Da Contributor says:
    আমারতো হচ্ছে না
  4. Avatar photo L E A D E R 2.0 Contributor says:
    Vai hashlib install hoyna ar kaj o hoyna. script run kore but id na diye program finished hoy.
  5. Palash chandra P Contributor says:
    all id disabled
  6. Bita Paradox Contributor says:
    BKCHD detected !!
  7. Avatar photo jggfgbnn Contributor says:
    এই পোষ্ট কি গ|জ| খেয়ে করা হয়েছিল নাকি। শুধু শুধু সময় লস করে মানুষের।
  8. Avatar photo emruliam Contributor says:
    Sob koyta id baan
  9. Avatar photo Technical007 Contributor says:
    Purai faltu post…ei post je korse se group member barar jonno korse
  10. Avatar photo Helim Contributor says:
    Kuno kajer na ata

Leave a Reply