তারবিহীন হেডফোন সংগীতপ্রেমীদের জন্য নতুন কিছু নয়। তবে প্রযুক্তি প্রতিষ্ঠান ব্র্যাগি এবার এমন এক স্মার্ট হেডফোন নিয়ে আসছে, যা আসলেই সবার হেডফোন-অভিজ্ঞতা বদলে দেবে এক নিমেষে। তারবিহীন এই নতুন স্মার্ট হেডফোনের নাম—দ্য ড্যাশ। ম্যাশেবলের বিস্তারিত বিবরণ আভাস দিচ্ছে, সবাইকে চমকে দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে এই হেডফোনে।
হেডফোনের বাইরেই অপটিক্যাল টাচের মাধ্যমে আপনি পছন্দসই গান শোনার বা কাজ করার ব্যবস্থা করতে পারবেন। এই হেডফোনের দুই পাশে দুই কানের জন্য রয়েছে ২৩টি বিশেষ সেন্সর , যা আপনার গান শোনার অভিজ্ঞতাই আমূল বদলে দিতে সক্ষম। সেই সঙ্গে, আপনার হার্টবিট, শরীরের অবস্থা আর হাঁটাচলা-দৌড়াদৌড়ির তাবৎ হিসেবে করে রাখবে এটি অনায়াসে। শুধু তাই নয়, আপনার পরিশ্রম অনুসারে আপনাকে পরামর্শ দেওয়ার কাজও করতে সক্ষম এই হেডফোন।
শুধু এগুলোই নয়, চমক রয়েছে আরো অনেক। সাঁতার কাটার সময়ও গান শুনতে থাকা, কল্পনা করা যায়? ‘দ্য ড্যাশ’ সেখানেও চমক দেখাচ্ছে। পানির নিচেও দিব্যি এই হেডফোন কানে দিয়ে গান শোনা যাবে; কানেও পানি ঢুকবে না, আর গান চলবে গানের মতো! বাইরের আওয়াজ চাইলে একেবারেই বন্ধ করে দিতে পারেন, আবার চাইলে একেবারেই উন্মুক্ত রাখতে পারেন। পুরোটাই স্রেফ আপনার ইচ্ছা!
One thought on "পানির নিচেও গান শোনাবে স্মার্ট হেডফোন!"