মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্ক
ক্যান্সারের কোনো সম্পর্ক নেই।
অস্ট্রেলিয়ায় গত ২৯ বছরে মোবাইল ফোন
ব্যবহারের সংখ্যা বিপুল পরিমাণে
বাড়লেও মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত
রোগীর সংখ্যা সে তুলনায় বাড়েনি। অস্ট্রেলিয়ায় গত ৩০ বছর ধরে পরিচালিত
স্বাস্থ্য-সমীক্ষায় এ সব তথ্য উঠে এসেছে।
এ জরিপে বলা হয়েছে, ১৯৯৩ সালে

অস্ট্রেলিয়ার ৯ শতাংশ মানুষ মোবাইল
ফোন ব্যবহার করলেও এখন ব্যবহার করে
দেশটির ৯০ শতাংশ মানুষ। আর এ সময়ের মধ্যে ২০ থেকে ৮৪ বয়সী পুরুষদের মধ্যে
ক্যান্সারের প্রকোপ সামান্য বাড়লেও
নারীদের ক্ষেত্রে তা স্থিতিশীল রয়েছে।
অবশ্য বয়সিদের মধ্যে ক্যান্সারের প্রকোপ
উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু এর
সূচনা হয়েছে ১৯৮৭ সালে অর্থাৎ অস্ট্রেলিয়ায় মোবাইল ফোন আসারও পাঁচ
বছর আগে থেকে। এ সমীক্ষা চালিয়েছেন,
সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিমন
চ্যাপমেন। তিনি বলেছেন, মোবাইল
ফোনের বিকিরণ ডিএনএ’র জন্য ক্ষতিকারক
বলে যে প্রচলিত ধারণা রয়েছে কিন্তু এ সমীক্ষায় দেখা গেছে মোবাইল ফোনের
সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশের এক মাত্র টেকনিক্যাল সাইট AmarRound.Com সাইটি ঘুরে আসেন

2 thoughts on "‘মোবাইল ফোন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না’"

  1. Mi Monir Contributor says:
    Good Post..
    1. জামিল Author Post Creator says:
      tnx

Leave a Reply