আসলামুআলাইকুম,
আমরা যারা Android সেট ইউজ করি,
তারা সব সময়ই নিরাপত্তার জন্য
প্যাটার্ণ লক,
ফেস লক, ফিংগার লক, পাসওয়ার্ড লক
বা আরো অন্যান্য লক ব্যবহার করে
থাকি।
যা আমাদের মোবাইলের নিরাপত্তা
দেয়।
কিন্তু আমরা যখন কয়েকবার ভুল
পাসওয়ার্ড দেই তখন?
তখন সেটটি আর আনলক করতে পারি
না।
ফলে আমাদেরকে Service সেন্টারে
গিয়ে ৩০০-৪০০ টাকার বিনিময়ে তা
আনলক করে আনতে হয়, সাথে তো
গাড়ি
ভাড়া আছেই।
কিন্তু কেমন হয় যদি আপনি নিজেই তা
খুলতে পারেন? চলুন দেখে নেইঃ

প্রথমে আপনারে সেটটি অফ করুন।
এবার Power Button+Volume Up
Button চেপে
ধরুন (যাদের মোবাইলের নিচে মেনু সুইচ
আছে তারা Power Button+Menu
Swith
+Volume Up Button চাপুন)।
এবার যতক্ষণ পর্যন্ত মোবাইলের নাম
না
আসে ততক্ষণ ধরে রাখুন। এবার দেখুন
একটি মেনু আপনার ডিসপ্লেতে
এসেছে।
এবার এখান থেকে wipe data/factory
reset
সিলেক্ট করুন (down volume দ্বারা
নেভিগেশান করবেন)।”
নিচের চিত্রে দেখুনঃ

এবার নিচের মত একটি পেজ আসবে।
সেখান থেকে Yes — delete all user
data
সিলেক্ট করুন। নিচের চিত্রে দেখুনঃ

এবার নিচের মত আরেকটি পেজ আসবে
(যা প্রথম এসেছিল)। নিচের চিত্রে
দেখুনঃ

এবার এখান থেকে Reboot system
now
সিলেক্ট করুন। তারপর দেখবেন আপনার
মোবাইলটি রিসার্ট নিয়েছে।
এবার দেখুন আপনার মোবাইলটি
সম্পূর্ণ
আনলক হয়ে গেছে।। কারো বুঝতে
অসুবিধা হলে Comment করতে
ভূলবেন
না যেন।
‌যে কোন প্র‌য়োজ‌নে ‌ফেসবু‌কে আমি

25 thoughts on "এন্ড্রোয়েডের সকল লক শুধুমাত্র একটি পদ্ধতিতে খুলে ফেলুন (প্যাটার্ণ লক, পাসওয়ার্ড লক, ফিংগার লক, অন্যান্য লক) with screensort"

  1. rubelmm Contributor says:
    vai…amr symphony ZV pro te screenshot nibo kmne
  2. Faisal Kabir Contributor says:
    any china phone:power button & volume+ button
  3. kawsarali1293355 Contributor says:
    এতে কি ফোনের মেমোরী কার্ডের কোনো তথ্য হারিয়ে যাবে??
    1. msshohug Author Post Creator says:
      দয়া ক‌রে মেমু‌রি কার্ড খু‌লে নি‌বেন
  4. Belal Contributor says:
    maximus max15 এ তো হয় না !!!!
  5. Atik Hasan Author says:
    এটা সবাই জানে,,,Factory Reset না মেরে লক খোলার পদ্ধতি জানলে বলুন
  6. Nazmul Ahmed Subscriber says:
    apner fb id please, atik hasan vai
  7. rokibulr Contributor says:
    good post
  8. AkashSharif Contributor says:
    ফালতু post সব ফোনে তুমি cwm install দিয়ে দিবা নাকি
    1. msshohug Author Post Creator says:
      AkashSharif??
      ‌কিছু ফো‌নে হয় না । তাই ব‌লে ফালতু হইলো কেম‌নে??
  9. AkashSharif Contributor says:
    আজাইরা post এ ভর পুর Track bD
  10. arafath Contributor says:
    একটু একটু ভালোই মনে হল…
  11. hd.golap Contributor says:
    nice post
    1. msshohug Author Post Creator says:
      thanks
    2. hd.golap Contributor says:
      welcome.
  12. Virus Contributor says:
    jodio onek ager trick tao valo….ar jader custom recovery install nai tara power + volume down button caipen tarpor clear emmc tahola hoya jabe
  13. Mamunboss1 Contributor says:
    ভাই কাজ করে না, লক করা মোবাইলে Reboot system now নিচ্ছে না,আগে লক খুলতে বলছে
  14. Mj Mahadi Contributor says:
    bhasa jodi China hoi tahole ki korbo ?
  15. hasnain Contributor says:
    nice post
  16. khairul Contributor says:
    Good post
  17. ctg mijan Contributor says:
    nice post
  18. nasir006 Contributor says:
    vai sob phöne hoy na!ami try korc

Leave a Reply