সবার হাতে হাতে এখন স্মার্টফোন। আর তাতে দারুন দারুন সমস্ত ফিচার্সের পাশাপাশি বিভিন্ন অপারেটিং সিস্টেম। তবে আজকাল মানুষ স্মার্টফোনে অপারেটিং সিস্টেমগুলির মধ্যে অ্যান্ড্রয়েডকেই বেশি পছন্দ করছে। তাই গ্রাহকদের চাহিদা মেটাতে এখন বেশিরভাগ স্মার্টফোনেই রাখা হচ্ছে অ্যান্ড্রয়েড।
যত বেশি প্রযুক্তি উন্নত হচ্ছে, তত বাড়ছে নিরাপত্তার চাহিদাও। কিন্তু তবু কি আমাদের
ফোন সুরক্ষিত থাকছে? প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারদের দৌরাত্ম।
তাছাড়া ফোন-চোরেরা তো রয়েছেই।একবার যদি এদের হাতে আপনার ফোনটি পড়ে যায়, তাহলে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য তাদের হাতে চলে যাবে। এদের হাত থেকে কীভাবে আপনার স্মার্টফোনে থাকা তথ্য বাঁচাবেন জানেন?
জেনে নিন অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষিত রাখার কয়েকটি উপায়-
১) ফোনটিকে সবসময় স্ক্রিন লক করে রাখুন।
২) অ্যান্ড্রয়েড এনক্রিপ্ট ফিচার্স ব্যবহার করুন।
৩) ফোনে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সেট করুন।
৪) CERBERUS ANTI-THEFT অ্যাপ ডাউনলোড করুন। যদি আপনার ফোনটি চুরি হয়ে গিয়ে থাকে, এবং চোর যদি আপনার ফোনটি সুইচ অফ করে দিয়ে নতুন সিম কার্ড ভরেও থাকে, তাহলে এই অ্যাপের মাধ্যমে আপনি অন্য অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার ফোনের সমস্ত তথ্য মুছে দিতে পারবেন।
3 thoughts on "ডাটা চোরদের হাত থেকে আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখার সহজ ৪টি উপায়!"