বর্তমানে আমরা প্রায় সকলেই স্মার্টফোন
ব্যবহারে করে নেট ব্রাউজ করি। আপনি
হয়তো আজকে ১জিবি ইন্টারনেট কিনলেন
কিন্তু ৩,৪ দিন যেতে না যেতেই দেখা যায়
এমবি খতম। তখন আপনার মনে কমন যে
প্রশ্নটি ঘুরে সেটা হল, আচ্ছা আমি তো কিছু
ডাউনলোড করিনি তবে আমার এমবি এতো দ্রুত
ফুরিয়ে গেলো কেন?

এর কারন, আপনার অ্যান্ড্রয়েড
স্মার্টফোনের ব্রাউজারটি ঠিক পিসি ভার্সনের
ওয়েব পেজ ওপেন করে আর সাথে ওপেন
হয় হাজারো ধরনের অ্যাড। যার দরুন আপনার
অজান্তেই এমবি শেষ হয়ে যায়।
এখন শুনি এমন ঝামেলা থেকে কিভাবে
বাঁচবেন। আর যারা মোটামুটি গরিব তথা লিমিটেড
নেট ইউজার আছেন তাদের জন্য তো এটি
সেরা একটি টিপস

১। গুগল ক্রোম ব্রাউজার-
যারা তাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি
ব্যবহার করেন তারা একটু লক্ষ করলেই
দেখতে পাবেন সেটিংসে “ডাটা সেভার”
নামের একটি সেটিং আছে। সেটি অন করে নিন

এবং পরবর্তীতে প্রায় ৫০% ভাগ কম
ইন্টারনেট এমবি ব্যবহার করে নেট ব্রাউজ
করুন।

২ সিঙ্ক্রনাইজ অপশন-
আপনার ফোনে যদি আটমেটিক সিন্স অপশনটি
চালু করা থাকে তবে সেটি বন্ধ করে রাখুন।
এখানে উল্লেখ্য যেকোনো ধরনের
অ্যাপ বা গেমসের অটো আপডেট অপশনটিও
বন্ধ করবেন।

৩ ডাটা লিমিট-
সেটিং অপশনে যেয়ে দেখবেন ডাটা
সেটিংসে ডাটা লিমিট নামে একটি অপশন আছে।
এটি মূলত আপনি প্রতি মাসে বা নিদিষ্ট সময়ে
কতটুকু এমবি বা ইন্টারনেট ডাটা ব্যবহার করছেন
সেটির হিসেব রাখে। আপনি চাইলে এখানে
একটি লিমিট বসিয়ে দিতে পারেন। যেটা পুরন
হবার সাথে সাথে আপনার ফোন আপনাকে
নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে।

৪ রাস্ট্রিকেসন ব্যাকগ্রাউন্ড
ডাটা-
আমি এই অপশনটি নিয়মিত ব্যবহার করি। ইভেন
আমার ফোনে এই অপশনটি সবসময় চালু
থাকে। আপনি যদি এটি ব্যবহার করেন তবে
দেখবেন আপনার ফোন আপনার অজান্তে
আর
ডাটা খাবেন না। এক কথায় ব্যাকগ্রাউন্ডে যত

অ্যাপ রানিং থাকে সেগুলো ডাটা খরচ
করা থেকে বিরত থাকবে।

৫ ফেসবুক-
ফেসবুক আপনার এমবি খতম করার জন্য একাই
যথেষ্ট আর তাই ফেসবুক লাইট বা অপেরা
মিনি ব্যবহারের মাধ্যমে ফেসবুক চালান।
ফেসবুক অ্যাপ বা এইচডি ব্রাউজার থেকে বিরত
থাকুন।

আজকের মতো এই পর্যন্ত। আচ্ছা ওয়েট
ওয়েট, আপনি কি এমন কোন টিপস জানেন
যেটি ব্যবহার করলে কম এমবি খরচ করে নেট
ব্রাউজ করা যাবে? থাকলে সেটি আমাদের
সাথে শেয়ার করবেন..

Leave a Reply