স্মার্টফোন যন্ত্রটি ভালো রাখতে
চাইলে চাই আলাদা যত্ন। স্মার্ট যুগে
স্মার্টফোনের যত্ন না নিলে কি চলে!

.
.
*যে অ্যাপ সম্পর্কে জানা নেই
সেগুলো ইনস্টল না করাই ভালো।
পরীক্ষামূলকভাবেও অ্যাপ নামিয়ে
দেখা উচিত নয়৷ এসব অ্যাপে প্রচুর
পরিমাণ ভাইরাস থাকে। যেমন:
মানকি, অ্যাডল ইত্যাদি।
.
*গুগল প্লে স্টোর বা পরিচিত কোনো
জায়গা থেকে অ্যাপ ইনস্টল করা
ভালো।
.
*নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস
সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে।
.
*বৃষ্টি বা পানি থেকে
স্মার্টফোনকে দূরে রাখুন। এখন বেশির
ভাগ স্মার্টফোনের ব্যাটারি খোলা
যায় না৷ ফলে স্মার্টফোনটিতে পানি
পড়লে ফোনটি বন্ধ করে কাছের

সার্ভিস সেন্টার থেকে ফোনটি
খুলে ঠিক করে নিন।
.
*তিন ঘণ্টার বেশি ফোনে চার্জ না
দেওয়া।
.
*কখনো সারা রাত চার্জে রাখবেন
না।
.
*চার্জ করার জ্যাকপিন যত্ন নিয়ে
ব্যবহার করতে হবে।
.
*ফোনটি যেন হাত থেকে পড়ে না
যায়। অনেক সময় পড়ে গিয়ে পর্দা নষ্ট
হয়ে যায়। সেদিকে খেয়াল রাখতে
হবে।
.
*পানিতে যেন না পড়ে স্মার্টফোন।
পানিতে পড়লে যন্ত্রে সমস্যা হবে।
.
*স্মার্টফোনটি যেন বালিশের নিচে
চাপা না পড়ে, সেদিকে খেয়াল
রাখুন।
.
*জিনস বা কোনো প্রকার
আঁটোসাঁটো প্যান্টের পকেটে
ফোন না রাখাই ভালো।
.
*সফটওয়্যারের সংস্করণ না বুঝে
হালনাগাদ করবেন না।
.
*অপ্রয়োজনীয় কোনো প্রোগ্রাম
নামাবেন না।
.
*তারহীন ব্লুটুথ দিয়ে অনেক বেশি তথ্য
আদান-প্রদান না করাই ভালো। অনেক
সময় স্মার্টফোন হ্যাং হয়ে যেতে
পারে।
.
*সফটওয়্যার ফরম্যাট করার ক্ষেত্রে
দরকারি সবকিছু অন্য কোথাও সংরক্ষণ
করে রাখুন।

সকল সীম এর নতুন নতুন ফ্রী নেট এর অফার জানতে
এখানে ক্লিক করুন

2 thoughts on "স্মার্টফোন যন্ত্রটি ভালো রাখতে চাইলে চাই আলাদা যত্ন।"

  1. bm shohagh Contributor says:
    thanks you guys,……….
    & thanks prothom alo……

Leave a Reply