স্মার্টফোনে মেসেজ কিংবা
ফোনের কল হিস্টোরিসহ সামাজিক
মাধ্যমের সর্বশেষ আপডেট এসে জমা হয়
নোটিফিকেশন বারে। এই
নোটিফিকেশন ট্যাব থেকে
ব্যবহারকারী চাইলেই ফোনের
সর্বশেষ আপডেট খবরাখবর দেখে
নিতে পারেন। অসাবধানতার কারণে
যদি কখনো ফোনের এই
নোটিফিকেশনে থাকা গুরুত্বপূর্ণ
কোনো আপডেট মুছে যেতে পারে।
তবে চাইলে অ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেমের সর্বশেষ
সংস্করণ ললিপপ চালিত স্মার্টফোন
পুনরায় দেখা যাবে মুছে দেয়া
নোটিফিকেশন। এ জন্য প্রথমেই
ফোনের home screen এর ফাঁকা স্থানে
স্পর্শ করে কিছুক্ষণ ধরে রাখতে হবে।
তাহলেই Widgets অপশন পর্দায় দেখা
যাবে। এরপর Widgets অপশনে ক্লিক করতে
হবে। এ পর্যায়ে Settings shortcut অপশন
দেখা যাবে।
এবার এই অপশনটি সিলেক্ট করে টেনে
ফোনের হোম স্ক্রিনের যে কোনো
এক ফাঁকা স্থানে বসাতে হবে।
তাহলে which settings screen you want to link to
মেসেজ প্রদর্শিত হবে। এখন অপশন
তালিকা থেকে Notification log অপশনটি
সিলেক্ট করতে হবে। এরপর নতুন ও মুছে
দেয়া নোটিফিকেশন সংশ্লিষ্ট
আইকনে পাওয়া যাবে।

নিত্য নতুন ফ্রী নেট এর অফার জানতে
এখানে ক্লিক করুন

One thought on "এন্ড্রয়েড এ ডিলিট করা নোটিফিকেশন পুনরায় দেখুন"

  1. Colortips Contributor says:
    I need the cwm/twrp recovery.IMG of symphony v30

Leave a Reply