এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গত
২৪শে জুলাই ছবিকে তৈলচিত্রে
রূপান্তর করার এপ প্রিজমার ফুল সংস্করণ
বের হয়।কিন্তু তখনই আসল সমস্যা বের হয়।
এর গতি স্লো এর সাথে এটাতে “Prisma
is over capacity” বার্তাটি দেখিয়ে
নতুনভাবে ইফেক্ট দেয়ার কথা বলা
হচ্ছে।যার ফলে একদিকে সময় নষ্ট হচ্ছে
আবার প্রচুর এমবিও নষ্ট হচ্ছে।এবার
কাজের কথায় আসি।
১।দ্রুতগতির ইন্টারনেট কানেকশন
ব্যবহার করুন।স্লো কানেকশন থাকলে ৪
এমবি র্যামের ফোনেও সমস্যা হবে।
২।চাপ কম আছে এমন সময়,বিশেষ করে
সকালে চেষ্টা করুন।কারণ এই সময়
অনেকে এপটি ব্যবহার করে না।যার
ফলে কাজও হয় দ্রুত।
৩।প্রিজমায় যখন কাজ চলছে তখন ‘হোম’
বাটন বা অন্য কোনো এপ ব্যবহার করবেন
না।কারণ এটি মাল্টি-টাস্কিং
সাপোর্ট করে না।
৪।প্রিজমা মাল্টি-উইন্ডো সাপোর্ট
করে না,তবে স্যামসাং
ব্যবহারকারীরা ‘পপ-আপ’ ভিউয়ে
দেখতে পারবেন।
উক্ত টিপসগুলো ভালোভাবে খেয়াল
রাখতে পারলে আপনিও হতে পারেন
প্রিজমা মাস্টার।
3 thoughts on "এন্ড্রয়েডে প্রিজমা চালান আরও দ্রুতভাবে-আর হয়ে যান প্রিজমা মাস্টার [No App Needed]"