আসসালা মলাইকুমআসা করি সবাই ভাল আছেন।্

আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি।আশা করি আপনাদের ভাল লাগবে।

আমরা অনেকেই লিমিটেড MB ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা ৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক ও ব্যবহার করি।

কিন্তু সমস্যা হল আমরা যখন নেট ব্যবহার করি তখন খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের টাকা কাটে।

এই সমস্যায় কেউ পরেন নি এমন লোক খুজে পাওয়া মুস্কিল। তো এই সমস্যায় যারা পরছেন তারা সমাধান নিন।

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।Size মাএ ১ এমবি।

Click Here Download

Capture5

এখন ইনস্টল করে ফেলুন। তারপর ওপেন করে সেটিং এ যান। তারপর Limit To (যেখানে Unlimited লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন।

এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা। এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে গেছে।

কোন অপারেটর এর বাবাও টাকা কাটতে পারবে না।আর দেরি না করে ওপরে দেওয়া Link থেকে এখুনি ডাউনলোড করে নিন।

ভুল হলে ক্ষমা করবেন।সবাই ভাল থাকবেন। Trickbd.Com এর সাথেই থাকবেন।সবাই ভাল থাকবেন।

2 thoughts on "আপনার ফোনের MB শেষ হলেও টাকা কাটতে পারবে না।MB শেষ হলে অটোমেটিক ডাটা অফ হয়ে যাবে।"

  1. Shamim Hasan Contributor says:
    Many many thinks Bro…….

Leave a Reply