আপনার স্মার্টফোনটি চাইলে সহজেই
মালটিমিডিয়া প্রজেক্টর বানিয়ে
ফেলতে পারেন। কাজটি করতে খুব বেশি
খরচও হবে না বা দামি ফোনেরও দরকার
নেই।

যা লাগবে

একটি কার্ডবোর্ড বক্স (জুতার বাক্স
হলেও চলে), টেপ, একটি আতশ কাচ
(ম্যাগনিফাইং গ্লাস), একটি পেপার
ক্লিপ, তীক্ষ্ণধার চাকু আর আপনার
স্মার্টফোন।

যেভাবে বানাবেন

১. কার্ডবোর্ড বাক্সের এক প্রান্তে আতশ
কাচটির মাপ নিন। কলম বা পেন্সিল
দিয়ে চারপাশে দাগ দিন।

২. এবার দাগ বরাবর চাকু দিয়ে কাটুন।
৩. এবার ভেতরের দিকে আতশি কাচটি
টেপ দিয়ে ভালোভাবে আটকে দিন।

৪. এবার পেছনের দিকে ছোট্ট একটি
ছিদ্র করুন যাতে স্মার্টফোনের
চার্জারের তারটি প্রবেশ করানো যায়।

৫. পেপার ক্লিপটি এমনভাবে বাঁকিয়ে
নিন যাতে স্মার্টফোনটি কাত করে ধরে
রাখার জন্য একটি স্ট্যান্ড হয়।

কীভাবে কাজ করে

আতশ কাচটি আপনার ফোনের যেকেনো
ভিডিওর উল্টো বিম্ব তৈরি করবে।
সোজা বিম্ব দেখতে মোবাইল স্ক্রিনটি
উল্টো করে রাখতে হবে অথবা বাক্সটিই
উল্টো করে স্থাপন করতে হবে। এর জন্য
একটি অ্যাপসও ডাউনলোড করে নিতে
পারেন।
ভালো ছবি পেতে ফোনের ব্রাইটনেস
সর্বোচ্চ রাখতে হবে। আর এ কারণে দ্রুত
ব্যাটারির চার্জ শেষ হবে। এই সমস্যা
কাটাতেই চার্জারের জন্য একটি ছিদ্র
করতে বলা হয়েছিল। চার্জারটি সব সময়
ফোনে লাগিয়ে রাখুন।

সকল ধরনের টিপস ট্রিকস পেতে TrickMax.com থেকে ঘুরে আসতে পারেন।

16 thoughts on "আপনার অ্যান্ডয়েড ফোন দিয়ে বানান মাল্টিমিডিয়া প্রজেক্টর।"

    1. Avatar photo Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      welcome
  1. Avatar photo kamru zzaman Subscriber says:
    ভাই হেল্প কর প্লিজ
    ¡¡ আমার আইডি টেম্পরারি লক
    হয়েছে ,
    প্লিজ ঠিক করে দাও ¡¡¡
  2. Asif Mahmood Contributor says:
    video tutorial daw
  3. hd fahim Contributor says:
    video daw please
  4. Avatar photo rrana5491 Contributor says:
    e1796956225…..symphony e10 root
    korbo kivabe.amake janiye din ar
    flexi nin
  5. Avatar photo rrana5491 Contributor says:
    O1796956225…..symphony
    e10 root
    korbo kivabe.amake janiye din ar
    flexi nin…..
  6. Avatar photo FP Rana Contributor says:
    এপসটির নাম ত বললেননা ভাই

Leave a Reply