আমরা যারা গ্রামে থাকি তাদের থ্রীজী কানেক্ট পায় না বিধায় আমাদের 2G চালাতে হয় । কিন্তু অনেক সময় স্পীড এতটাই লো থাকে যে অপেরায় বা অন্য কোন ব্রাউজারে একটা পেজ লোড হতে অনেক সময় লেগে যায় । আজ আমি আপনাদের এমন এক app এর সন্ধান দেবো যেটা ইন্টারনেট এর স্পীড ফাস্ট করে দেবে ।

জাস্ট স্টেপ বাই স্টেপ কাজ করে যান
১ ) সফটওয়ার টি ডাউন লোড দিন লিঙ্ক
http://www.appsapk.com/3g-auto-connection/
২) এপ টিতে প্রবেশ করুন এবং দেখুন নিচে connection mode লেখা আছে ওটাতে যান এবং use direct mood সিলেক্ট করুন ।
৩)এখন add short cut to home এ যান । ওখানে যে ব্রাউজার দিয়ে ব্রাউজিং করেন সেটা সিলেক্ট করুন ,আপনাকে কয়েকটা অপশন দেবে সবগুলোতে টিক দিয়ে ওকে দিন ।
৪) এবার দেখবেন আপনার এনড্রয়েডের হোমস্কিনে একটি সবুজ ফোটা বিশিস্ট ব্রাউজার সো করবে ( যেটা আপনি সিলেক্ট করেছিলেন )
৫) আরেকবার এপ টির ভেতর যান । সবার উপরে Turn on নামে একটি লেখা আছে । ওখানে ক্লিক করুন এবং বের হয়ে আসুন ।
৬ ) এবার হোম স্কীন এর সবুজ পয়েন্ট বিশিষ্ট এপ টি অন করুন আর দেখুন স্পীড কাকে বলে ।

এটা আমার প্রথম পোস্ট কোন ভুল হলে ক্ষমার দৃস্টি তে দেখবেন ।

3 thoughts on "ওপেরা মিনি সহ যাবতীয় ব্রাউজারের ব্রাউজিং স্পীড ফাস্ট করুন (only for Android)"

  1. Mridul Contributor says:
    দেখবনি কাজ করে কিনা।

Leave a Reply