গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম
(ওএস) অ্যান্ড্রয়েড। ওএসটির সর্বশেষ
সংস্করণ অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট।
সম্প্রতি এটি আনুষ্ঠানিকভাবে কিছু
ডিভাইসে উন্মুক্ত করা হয়েছে। এতে
যুক্ত হয়েছে বেশকিছু নতুন ফিচার।

স্প্লিট-স্ক্রিন জেসচার শর্টকাট:→
অপারেটিং সিস্টেমটির এ ফিচার
একজন ব্যবহারকারীর জন্য দ্রুত এক
অ্যাপ থেকে আরেক অ্যাপে যেতে
অত্যন্ত কার্যকর। এটি চালু করার
বিভিন্ন পন্থা রয়েছে। তবে এর একটি
লুকানো সেটিংস আছে, যেখান থেকে
সহজেই এটি চালু করা সম্ভব। এজন্য
প্রথমে সেটিংস মেন্যুতে যেতে হবে।
এর পর সিস্টেম ইউআই টিউনার হয়ে

আদার্স থেকে এনাবল স্প্লিট-স্ক্রিন
সোয়াইপ-আপ জেসচার অন করতে হবে।

অ্যাডভান্সড নোটিফিকেশন কন্ট্রোল:→
অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং
সিস্টেমের এ ফিচারটিও সিস্টেম
ইউআই সিটিংস থেকে চালু করতে হবে।
এর মাধ্যমে অসংখ্য অ্যাপের মধ্যে
একজন ব্যবহারকারী কোন অ্যাপে
বেশি গুরুত্ব দিতে চান, তা নির্ধারণ
করে রাখা যাবে।

ডাটা সেভার:→ অ্যান্ড্রয়েডের সর্বশেষ
সংস্করণটিতে নতুন ডাটা সেভার মোড
ব্যবহার করা হয়েছে। এর দ্বারা বিভিন্ন
অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাকগ্রাউড
ডাটা ব্যয় কমানো সম্ভব হবে। চাইলেই
এটি নোটিফিকেশন প্যানেলে নিতে
পারবে ব্যবহারকারী।

কল ব্লকিং:→ দীর্ঘদিন ধরেই কল ব্লকিং
ফিচার উন্নত করতে কাজ করছে গুগল।
সাধারণ কোনো নির্দিষ্ট অ্যাপ থেকে
কোনো নম্বর ব্লক করা হলে তা অন্য

অ্যাপে ঠিকই দেখায়। নুগাটের নতুন
ফিচারটির মাধ্যমে সব ধরনের সেবা
থেকে নম্বর ব্লক করা যাবে।

পিকচার-ইন-পিকচার:→ স্প্লিট-স্ক্রিন
মোডের মতোই অ্যান্ড্রয়েড টিভি
ডিভাইসের জন্য পিকচার-ইন-পিকচার
ফিচার এনেছে গুগল। এর সুবাধে ভিডিও
প্লে-ব্যাকের সময়ও অন্যান্য অ্যাপ
ব্রাউজ করা যাবে।

আপনার নিজের নামে স্বল্পমূল্য ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

3 thoughts on "অ্যান্ড্রয়েড ৭.০ নোগাটের কয়েকটি সেরা ফিচার।"

  1. Utsha Contributor says:
    এই রানা তুই কি কানা?টিউনার বানা।
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Tnx

Leave a Reply