সম্প্রতি স্যামসাংয়ের নোট ৭ স্মার্টফোনের ব্যাটারি
বিস্ফোরণের ঘটনার পর লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে
অনেকেই উদ্বেগে রয়েছেন।
আধুনিক অনেক স্মার্টফোন ও প্রযুক্তিপণ্যে এই
ব্যাটারির ব্যবহার দেখা যায়।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে
ভয়ের কিছু নেই। এ ব্যাটারিতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা
কম।
নিয়ম মেনে চার্জ দিলে ফোনের ব্যাটারি ভালো
রাখতে পারবেন এবং দুর্ঘটনার আশঙ্কাও কমবে।

মোবাইলের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে


চার্জ ধরে রাখুন
আপনার মোবাইল ফোনে বেশি করে চার্জ রাখুন।
লিথিয়াম আয়ন ব্যাটারিতে অধিকাংশ সময় ৫০ শতাংশ বা তার
বেশি চার্জ রাখবেন। বেশি চার্জ ধরে রাখলে
মোবাইলের ব্যাটারি ভালো থাকবে বেশি দিন।
চার্জশূন্য করবেন না
ব্যাটারির চার্জ একেবারে নিঃশেষ করে আবার শতভাগ
পূর্ণ করার অভ্যাস বদলে ফেলুন। এতে ব্যাটারির আয়ু
কমে যায়। বিশেষজ্ঞরা বলেন, শূন্য থেকে ১০০
রিচার্জ করাকে ‘চার্জ সাইকেল’ বলে। মাসে একবার
চার্জ সাইকেল পূর্ণ করতে পারেন। এতে ব্যাটারির
কার্যকারিতা বাড়বে।
চার্জার ব্যবহারে সতর্ক থাকুন
যে ফোনের জন্য যে চার্জার নির্ধারিত, সেটিই
ব্যবহার করার চেষ্টা করুন। চার্জার সঙ্গে না থাকলে
অন্য চার্জার ওই ফোনের জন্য অনুমোদিত কি না, তা
দেখে নিন। নকল চার্জার ব্যবহারে সতর্ক থাকুন।
ফোন ঠান্ডা রাখুন
ফোন যতটা সম্ভব ঠান্ডা রাখুন। লি-আয়ন ব্যাটারি বেশি
চার্জ হলেও কোনো সমস্যা হয় না। তবে ফোনটি
যেখানে চার্জ দিচ্ছেন বা রাখছেন, সে জায়গা যেন
অতিরিক্ত গরম না হয়, সেদিকে খেয়াল রাখুন। এতে
ফোন অতিরিক্ত গরম হতে পারে। ফোন আবার
অতিরিক্ত ঠান্ডা জায়গায় রাখাও ঠিক নয়। খুব বেশি ঠান্ডা বা
অতিরিক্ত গরম ব্যাটারির কার্যক্ষমতার ওপর প্রভাব
ফেলে।
ব্যাটারি খুলে রাখলেও চার্জ রাখুন
ব্যাটারি যদি খুলে রাখতে চান, তবে তাতে কমপক্ষে
৫০ শতাংশ পর্যন্ত চার্জ রেখে দিন। কোনো ফোন
শূন্য চার্জে বেশি দিন রাখবেন না। লি-আয়ন ব্যাটারি
অব্যবহৃত অবস্থাতেও প্রতি মাসে ৫ থেকে ১০
শতাংশ চার্জ শেষ করে। এটি অবশ্য তৈরির ওপর নির্ভর
করে কিছুটা। বেশি দিন চার্জশূন্য রাখলে ব্যাটারি আর
চার্জ ধরে রাখার অবস্থায় না-ও থাকতে পারে।
সারা রাত চার্জে সতর্কতা
সারা রাত চার্জার মোবাইল ফোনে লাগিয়ে রাখলেও
তেমন ক্ষতি নেই। তবে সতর্ক থাকা ভালো।
এখনকার অধিকাংশ ফোনে এমন প্রযুক্তি থাকে, যাতে
চার্জ পূর্ণ হলে আবার কিছুটা চার্জ শেষ করে
ফেলে ব্যাটারি।
আবার চার্জ নিতে শুরু করে। এভাবে চলতে থাকে।
তাই সারা রাত চার্জ দিলেও সমস্যা হয় না।
কিন্তু কিছু ফোন এতে অতিরিক্ত গরম হতে পারে।

Stay With Us.

Psc Jsc Ssc Hsc bcs সহ বাংলাদেশের যেকোনো পরীক্ষার 100% কমন সাজেশান পেতে TipsRain.Com এ আসবেন

7 thoughts on "আপনার এন্ড্রোয়েড মোবাইলের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে ? দেখুন বিস্তারিত"

  1. aminur islam Contributor says:
    hello tuner vai…post majee dowlood link dite hoy kivabe kindly ekto bolben trick ta?
    1. Riyad Author Post Creator says:
      [+url=download link]Title[/url]
      must remove (+)
  2. aminur islam Contributor says:
    [+url এইটার পরে কি স্পেস দিতে হবে?
  3. Redoan Contributor says:
    [url=download link]title[/url]

    evabe den

  4. Mintu Contributor says:
    TrickBD নাকি PendingBD ১/২ মাস যাবত বলতেসি টিউনার বানাইতে।।। but রানা ভাইয়ের কোন খবরি নাই। পোস্ট করলেই দেখায় Pending…
    রানা ভাই, ২৫টা পোস্ট করছি view করুন প্লিজ।সম্পুর্ন পোস্ট টা নিজের হাতে লিখলাম এবং screenshoot গুলো ও আমার ফোনের।
  5. Biplop420 Contributor says:
    [url=http://facebook.com/biplop42]Me[/url]

Leave a Reply