সাংবাদিকতা কিংবা গোয়েন্দা পেশার যুক্ত ব্যক্তিদের অনেক সময় গোপনে ভিডিও বা ছবি তোলার প্রয়োজন হতে পারে। কার্যটি সম্পাদনের জন্য অনেকে হিডেন ক্যামেরা ব্যবহার করে থাকে। তবে চাইলে হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে গোপনে ভিডিও করা যাবে। এরজন্য প্রয়োজন “স্পাই ক্যামেরা ওএস” নামের একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজে সবার আগোচোরে ভিডিও করা যাবে।

অ্যাপটির ফিচার সমূহ:
১. অ্যাপ্লিকেশনটি মিনিমাইজ করে ছবি তোলা ও ভিডিও করা যায়।
২. এইচডি মুডে ছবি তোলা এবং ভিডিও করা যায়।
৩. হাইড মুডে অটোফোকাস অপশন কাজ করে অ্যাপ্লিকেশনটিতে।
৪. ভিডিও কিংবা ছবি তোলার পর তা ইন্টানাল কিংবা এসডি কার্ডে সংরক্ষন করা যাবে।
৫. এতে রয়েছে বিশেষ অটো ইমেইল ইমেজ অপশন।
৬. স্মার্টফোনটি লক করলেই ভিডিও কার্যকর থাকবে। ফলে কেউ বুঝতেই পারবে না ভিডিও হচ্ছে।
অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এই ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

Download করবেন যেভাবে

capture

সাংবাদিকতা কিংবা গোয়েন্দা পেশার যুক্ত ব্যক্তিদের অনেক সময় গোপনে ভিডিও বা ছবি তোলার প্রয়োজন হতে পারে। কার্যটি সম্পাদনের জন্য অনেকে হিডেন ক্যামেরা ব্যবহার করে থাকে। তবে চাইলে হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে গোপনে ভিডিও করা যাবে। এরজন্য প্রয়োজন “স্পাই ক্যামেরা ওএস” নামের একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজে সবার আগোচোরে ভিডিও করা যাবে।
সাংবাদিকতা কিংবা গোয়েন্দা পেশার যুক্ত ব্যক্তিদের অনেক সময় গোপনে ভিডিও বা ছবি তোলার প্রয়োজন হতে পারে। কার্যটি সম্পাদনের জন্য অনেকে হিডেন ক্যামেরা ব্যবহার করে থাকে। তবে চাইলে হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে গোপনে ভিডিও করা যাবে। এরজন্য প্রয়োজন “স্পাই ক্যামেরা ওএস” নামের একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজে সবার আগোচোরে ভিডিও করা যাবে।

One thought on "গোপনে ক্যামেরা এবং ভিডিও করুন আপনার এন্ড্রয়েড দিয়ে"

  1. Sobuj Contributor says:
    apps tar nam ki?

Leave a Reply