আসসালামুয়ালাইকুম। আমি ইফতেখার। এসেছি নতুন এক পোস্ট নিয়ে।
.
আপনার ডিভাইস এর র‍্যাম কম? অতিরিক্ত ল্যাগ করে? সমস্যা নেই। সমাধান নিয়ে এসেছি। আজ থেকে পাবেন smooth, fast ফোন। প্রথমেই বলে রাখি চাপাবাজি একদম পছন্দ নয় আমার। ? তাই বলতে পারি এগুলো দিয়ে আপনি আপনার ফোনকে ২জিবি র‍্যামের সমতুল্য কোন ফোন মনে করবেন না। তবে বলতে পারি আপনার ফোন ফাস্ট হবে। ?
[ROOT NEEDED]
.
Downloads :
Purify. apk
Greenify. apk

HEBF Optimizer. apk
.
সব ডাউনলোড করুন। এবার ধাপে ধাপে অনুসরন করুন।
.
১. প্রথমে purify open করে মেনু তে গিয়ে auto purify এ ঢুকুন। সেখান থেকে greenify আর HEBF Optimizer এর “Block autostart” and “auto kill” বন্ধ করুন। তারপর white list এ আবার এপ দুটি মার্ক করুন। আর কিছু করা লাগবে না।
২. Greenify এ ঢুকে Purify, HEBF Optimizer আর কয়েকটা গুরুত্বপূর্ণ এপ ছাড়া (যেগুলো আপনি ব্যবহার করেন), আর সিস্টেম এপ ছাড়া বাকি সব এপ Hybernate করে ফেলুন।
৩. HEBF Optimizer open করুন আর user type দিবেন “Expert”. তারপর নিচের মতো সেটিং করুন।




সবাইকে ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ?

One thought on "[Hot] [Root] Purify+Greenify+HEBF Optimizer দিয়ে আপনার ল্যাগে ভরা ফোনকে fast আর smooth করে ফেলুন নিমিষেই।"

Leave a Reply