সমারোহ। পাশাপাশি লোভনীয় সব অ্যাপ-এর দুনিয়া।
কিন্তু স্মার্টফোন নিয়ে বড় অভিযোগ হচ্ছে, চার্জ
ফুরিয়ে যায় দ্রুত। অবশ্য নানা ধরনের অ্যাপ আর
ইন্টারনেট ব্যবহারের জন্যই স্মার্টফোনের চার্জ শেষ
হয় দ্রুত। এছাড়া আরো একটি অভিযোগ হচ্ছে,
স্মার্টফোনে চার্জ হয় ধীরগতিতে। এটাও কিন্তু নির্ভর
করে ব্যবহারকারীদের নিয়মমাফিক চার্জ ব্যবস্থার
ওপর। কেননা বেশ কিছু ভুলের কারণে স্মার্টফোনে দ্রুত
চার্জ হয় না। স্মার্টফোনে ধীরগতিতে চার্জ হওয়ার
কারণগুলো জেনে নিন ।
১. নকল চার্জার ব্যবহার করা: আসল চার্জার দিয়ে
সঠিক জায়গা থেকে ফোন চার্জ করুন সবসময়।
অনেককেই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ফোন চার্জ
করতে দেখা যায়। এতে কিন্তু চার্জ খুব ধীর গতিতে হয়।
খেয়াল রাখুন, কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে
এভাবে চার্জ দিতে পারেন ফোনে। এটি আপনার
সেকেন্ড অপশন হতে পারে। কিন্তু নিয়মিত আপনি
চার্জ থাকবে না ফোনে।
২. চার্জের সময় কানেক্টিভিটি চালু রাখা: ওয়াই-ফাই,
ব্লুটুথ, জিপিএস, ডাটা কানেকশন ইত্যাদি ফিচারগুলো
অনেক সময়ই দেখা যায় কাজ শেষে অনেক সময়ই বন্ধ
করা হয় না। এগুলো চালু থাকলে ফোনের চার্জে
ব্যাঘাত ঘটে। অতএব ফোনের চার্জ ঠিক রাখতে হলে
ব্যবহারের পর সময়মতো সমস্ত অপশন বন্ধ করে দিন।
৩. চার্জের সময় ফোনে কথা: ফোন চার্জে বসিয়েও
অনেকের কথা বলার অভ্যাস থাকে। এতে ফোনের
চার্জ ভালোভাবে হয় না। আর ফোন চার্জে
থাকাকালীন কথা বলাটা স্বাস্থ্যের পক্ষেও ভালো
নয়। তাই সেই সময় কথা না বলাই ভালো। ফোনের সুইচ
অফ করে চার্জ দিলে সবচেয়ে ভালো।
৪. চার্জের সময় অ্যাপ চালু রাখা: চার্জে দেওয়ার
আগে দেখে নিন, সব অ্যাপ বন্ধ রয়েছে কি না।
অনেকসময় ফোন লক থাকলেও, অ্যাপ রানিং থাকতে
দেখা যায়। এতে ফোনের চার্জ কমে যায়। আবার চার্জ
দিলেও ভালোভাবে চার্জ হয় না ফোনে। বা পুরোপুরি
চার্জ হতে অনেক সময় লাগে। তাই চার্জে বসানোর
আগে ফোন অন থাকলেও ফেসবুক, টুইটারের মতো অ্যাপ
লগআউট করেছেন কি না দেখে নিন।
৫. ব্যাটারিতে সমস্যা: ব্যাটারি খারাপ হলে ফোনে
বেশিক্ষণ চার্জ থাকার কথা নয়। তাই ফোনের
ব্যাটারি পুরোনো হয়ে গেছে কি না খেয়াল রাখুন
সেদিকেও। আবার অনেক সময় নতুন ব্যাটারি কিনলে
সেটিতেও কোনো ডিফেক্ট থাকতে পারে। তাই চার্জ
বেশিক্ষণ না থাকলে বা চার্জ না হলে দেখে নিন
ব্যাটারির কন্ডিশনও।
জিপি সিমের ফ্রি নেট পেতে
click here/ এখানে ক্লিক করুন
adobe Photoshop use korte paren…