শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভালল আছি।
আজকে আমার পোস্টের বিষয় হল কিভাবে আপনার ডিবাইস এ Greenify Install করে ব্যাটারির ব্যাকআপ বাড়াবেন।রুট আনরুট সবার জন্য।
Greenify নিয়ে আগে ট্রিকবিডিতে পোস্ট করা হয়ছে কিন্তু ওইটা ছিল Greenify 2.9.2 নিয়ে আর আজকে আমার পোস্ট টা হলো Greenify 3.2.2 লাস্ট ভারসন।Greenify 3.2.2 Full Cracked Premium Features:
Boost mode (requires Xposed )
Allow (most) system apps to be
greenified in Greenify
Allow GCM push message to wake
hibernated apps (requires Xposed)
Keep Notifications after Hibernation
Wake-up Tracker (requires Xposed)
Block App State Abuse. (requires
Xposed)
Much more…
Download Now
ডাউনলোড করে ওপেন করুন নিচের মত করে আপনার ডিবাইস যদি রুটেড হয় তাহলে My Device Is Rooted দিয়ে Next এ চাপুন,আর যদি Root না হয় তাহলে My Device Is No Rooted এ টিক দিয়ে Next এ চাপুন।আর যদি আপনি জানেন না যে রুটেড নাকি ননরুটেড তাহলে I Am Not Sure এ টিক দিয়ে Next এ চাপুন।
তারপর আবারো Yes I Use It Daily তে টিক দিয়ে Next এ ক্লিক করুন।
আবারো Next এ দিন।
তারপর আপনি যদি Marshamallow user হন তাহলে Settings এ গিয়ে apps এ গিয়ে সব গুল তে গিয়ে Greenify এর পারমিশন Yes দিন।
Accessibility তে Greenify এর পারমিশন অন করুন।
তারপর Finish এ চাপুন
তারপর Greenify এর হোম পেইজে গিয়ে Option থেকে Settings এ যান।
Settings এ গিয়ে সবার নিচে Greenify System apps এ টিক দিন।
তারপর আবার Greenify এর হোম পেইজে এসে যেই এপ গুলকে ব্যাকগ্রাউন্ড থেকে Forcestop করতে চানসেই গুলি কে Mark করে সবুজ কালারের টিক চিনহ তে ক্লিক করুন।
তারপর থেকে আপনি Notification বার থেকে সব এপ গুল কে Force Stop থেকে বন্ধ অথবা চালু করতে পারবেন।
এখন দেখুন ব্যাটারিরর ব্যাকআপ অনেকাংশে বেড়ে গেছে।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ।
samsung galaxy grand prime sm-g531h
lolipop version, ekhon kon apps ta use korbo?? kindly ektu bolben?? and er age o ekbar king root diye try korcilam, bt hio nai