আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন।
আজ একটা খুবই গুরুত্বপূর্ন
বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময়
এমন প্রয়োজন হয় যে আপনার মোবাইকে
কম্পিউটারের মাধ্যমে চালাতে হয়।
তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিন
কিভাবে তা করতে হয়। আর যদি বুঝতে
সমস্যা হয় তাহলে নিচে ভিডিও
লিংক দেওয়া আছে। ভিডিওতে
পরিস্কার ভাবে দেখানো হয়েছে।
ইচ্ছা করলে দেখে নিতে পারেন।

স্টেপ – ০১

প্রথমে আপনার Google Chrome ব্রাউজার
ডাউনলোড করে নিন যাদের এই

ব্রাউজার নাই। তার পর Google CHrome
ব্রাউজারের Extension এ Vysor নামে
একটা এক্সটেনশন ডাউনলোড ও ইন্সষ্টল
করে নিন।

স্টেপ – ০২

তারপর আপনার পিসিতে ADB Driver Install
করে নিতে হবে। যদি আপনি উইন্ডোজ
১০ ব্যবহার করে তাহলে universial ADB
Driver নামে একটা সফওয়্যার ইন্সল করে
নিন। আর যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন
Adb Driver installer নামে ড্রাইভার
ইন্সষ্টল করে নিন।

স্টেপ – ০৩

এখন আপনার মোবাইল কনফিগারেশন
করতে হবে। আপনার মোবাইলের settings –
About Device – software info – Build Number।
Build Number এ ৩/৪ টা ক্লিক করলে
Develper option on হবে। তার পর আপনার
মোবাইল আপনার পিসির সাথে
কানেক্ট করেন এবং গুগুল ক্রোমো

ব্রাউজার ওপেন করেন এবং দেখেন
Vysor নামে একটা এপ তৈরী হয়েছে।
এখানে ক্লিক করলে আপনি এখন আপনার
মোবাইলকে পিসি থেকে চালান।

How Control Mobile From Computer

Any Problem Just
ভিডিও টি দেখুন —
এখানে

11 thoughts on "আপনার Mobile কে Computer থেকে চালাবেন যেভাবে না দেখলে চরম মিস কোরবেন।"

  1. kawsar Contributor says:
    Ami ekta app link dissi jeitate shobtheke beshi income dewar chesta kore বাংলাদেশেও পাবেন
    ?https://goo.gl/5Kzm4b?
  2. Rajib Hossain Author says:
    প্রিয় রানা ভাই,

    আমি ট্রিকবিডির নিয়ম অনুযায়ী বিশ্বেষ তিনটি পোস্ট কাঠামো লিখেছি। এবং এগুলো কোন কপি পেস্টের আওতাভুক্ত নয়। এগুলো নিজের জানা কে সভাগ করে লিখা।
    দয়াকরে আমার পোস্ট গুলি রিভিউ করবেন এবং পরিশ্রমের মান রাখবেন।

  3. bijoy Subscriber says:
    kano bro
  4. Sajeeb Hasan Sr Author says:
    Google Chrome offline a install deoya jai ki
  5. Md Khalid Author says:
    Clear na ———————– PC er sathe ki Data cabled diye connect korte hobe? tai jodi hoy, cable connect chara teamviwer er moto kono upai nai?
  6. Mahmud Hasan Contributor says:
    পুরাই কপি করা
  7. Sajeeb Hasan Sr Author says:
    Google Chrome ar download link ta den pls
  8. Biplop420 Contributor says:
    ভাই মোবাইলপর এম বি দিয়ে পিসির সাথে কানেক্ট করে কিভাবে নেট চালায়
  9. MD Badhon Author says:
    kaj korce na..???? help me….
  10. MD Badhon Author says:
    vysor name kno app dekhas na help me……………

Leave a Reply