প্রচুর টাকা খরচ করে দামি ফোন কিনেছেন।
ভেবেছিলেন যেখানে, সেখানে ফোনে ইন্টারনেট
ব্যবহার করে, দেশের যেকোনো জায়গা থেকে
ফোনে কথা বলে সবাইকে চমকে দেবেন। কিন্তু
ফলাফল হল উল্টো। মাঝে মাঝেই দেখছেন, আপনার
ফোনে নেটওয়ার্ক থাকছে না। কথা বলতে বলতে
হঠাৎই গায়েব ! নেটও চলছে না।

১) প্রথমেই গুগল স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন
নেটওয়ার্ক বুস্ট অ্যাপ।

২) যে অ্যাপগুলো ডাউনলোড তো করে ফেলেছেন।

কিন্তু কোনও দিনই কাজে লাগছে না। সেগুলো
চটজলদি ডিলিট করে ফেলুন।

৩) যতটা পারবেন ফোন মেমোরি হালকা করুন।

৪) মাঝে মধ্যেই ক্লিন করুন হিস্ট্রি।

৫) নজরে রাখুন আপনার অজান্তে কোনও অ্যাপ নিজে
থেকে চলছে না তো?

৬) ডাউনলোড করার সময় নজর রাখুন অন্য কোনও অ্যাপ
যেন RUN না করে।

৭) নেটওয়ার্ক চলে গেলে ফোন সুইচঅফ করে ফের অন
করুন।

৮) অনেক সময় ফোনে চার্জ না থাকলেও, নেটওয়ার্ক
সমস্যা করে।

৯) নেটওয়ার্ক চলে গেলে কাচের গ্লাসের মধ্যে
ফোনটা রেখে দিন। দেখবেন নেটওয়ার্ক চলে আসবে।

জিপি সিম হ্যাক করে ফুল স্পিডে ফ্রি নেট চালাতে
এখানে ক্লিক করুন

6 thoughts on "ফোনের নেটওয়ার্ক শক্তিশালী করবেন যে উপায় নিয়ে কিছু কথা।"

  1. Nucleas Author says:
    hahaha??? copy post
  2. Mehbub Contributor says:
    facebook hacker v1.9 ai software ti karo kase ase ki?
  3. azizulhaque Contributor says:
    Write a post and free earn money.
    কিছু Author দরকার dependbd.com
  4. MUbarak Contributor says:
    ভালো পোস্ট
  5. abrno34 Author says:
    kinto copy post bro

Leave a Reply