১. ডিসপ্লের ঔজ্জ্বল্য কমিয়ে ফেলুন
এটা হয়তো অনেকেই জানেন এবং প্রয়োগ করে থাকেন।
যাঁরা এখনো এই কাজটা করেন না, তাঁরা ডিসপ্লের
ঔজ্জ্বল্য বা ব্রাইটনেস কমিয়ে রাখা শুরু করুন। এ পদ্ধতি
ল্যাপটপ, ট্যাবের ক্ষেত্রেও প্রযোজ্য।
.
.
২. কালো ওয়ালপেপার ব্যবহার করুন
অ্যামোলেড স্ক্রিনের ফোনে কালো বা এ ধরনের রঙের
ওয়ালপেপার ব্যবহার করলে চার্জ কম খরচ হয়। কারণ,
অ্যামোলেড স্ক্রিনের আলো খরচ হয় বিভিন্ন রঙের
পেছনে। তাই যত রঙিন ওয়ালপেপার দেওয়া হবে, আলোর
খরচ বাড়বে, সে সঙ্গে চার্জও খরচ হবে।
.
৩. লো-পাওয়ার মোড
আপনার ফোনে যদি অ্যানড্রয়েড ৫ দশমিক শূন্য বা এর
পরের ভার্সনের অপারেটিং সিস্টেম থাকে, তাহলে
আপনার কপাল ভালো। কারণ, ফোনের চার্জ ১৫
শতাংশের কম হলেই এসব অপারেটিং সিস্টেমে
স্বয়ংক্রিয়ভাবে লো-পাওয়ার মোড চালু হয়ে যায়।
অ্যানড্রয়েড অপারেটিংয়ের মার্শম্যালো ভার্সনে
রয়েছে ‘ডোজ’ নামে একটি নতুন ফিচার। স্মার্টফোনের
চার্জ কমে গেলে এই ফিচার ফোনটিকে
স্বয়ংক্রিয়ভাবে হাইবারনেশন মোডে নিয়ে যায় আর
অনেকক্ষণ ধরে অব্যবহৃত অবস্থায় থাকা অ্যাপগুলো বন্ধ
করে দেয়।
.
.
৪. লক স্ক্রিন নোটিফিকেশন চালু করুন
হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশন চালু করে রাখা। এতে
বারবার আপনাকে লক খুলে নোটিফিকিশেন দেখতে হবে
না। ফলে চার্জ কম খরচ হবে।
যেকোন বিষয়ে হেল্প দরকার হলে কল +8801779797008
আপনিও……
কপি করেছেন!
অবিশ্বাস্য!
eita shbyk jananor dorkar slo
ছিঃ ছিঃ ছিঃ……
আপনার কাছ থেকে এমনটা আশা করিনি।