আসসালামু আলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন?
আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের MX Player এর দারুন ৫টি ট্রিক শেয়ার করব। যে ট্রিক গুলা জানলে আপনি MX Player ব্যবহারে করতে আরও সাতছন্দবদ করবেন। এবং নতুন কিছু জানতে পারবেন।
.
তো চলুন দেখি MX Player সম্পর্কে সেই দারুন ৫টি ট্রিকঃ
১। কিভাবে ভলিওম দীগুণ করবেন বা বাড়াবেন?
MX Player এর ভলিওম সর্বচ্ছ ১৫ পর্যন্ত থাকে। আপনি চাইলে ভলিওম ৩০ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে MX Player এ ভিডিও play করতে হবে। ভিডিও প্লে হওয়ার পর অপুরের ডানসাইডে একটা মিউজিক এর মত আইকন আছে। সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে। এর মধ্যে সব লাস্তে একটা অপশন আছে “Use SW audio decoder” সেটা মার্ক করে দিবেন। এর পর দেখুন ভলিওম দীগুণ হয়েগেছে।
২। কিভাবে ডিসপ্লের স্টাইল/কালার change করবেন?
আপনি চাইলে MX Player এর ডিসপ্লের কালার change করে নতুন কালার বা স্টাইল দিতে পারেন। এর জন্য প্রথমে আমরা একটি ভিডিও প্লে করব। এরপর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Display অপশন এ ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Settings এ ক্লিক করলে আপনি ইচ্ছা মত যে কালার চান সেটা change করতে পারবেন।

৩। কিভাবে ভিডিও চলা অবস্তাই Display তে ডবল ক্লিক করার মাধ্যমে Play/pause করবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা ৪ নাম্বার এ আর একটা অপশন দেখতে পাব Controls সেটাই ক্লিক করব। Controls এ ক্লিক করার পর আরও অনেক অপশন আসবে। সেখান থেকে “Double tap (play/pause)” মার্ক করে দিব এবং ওকে তে ক্লিক করব। এইবার আপনি ভিডিও তে ডবল ক্লিক করলে Play/pause হবে।
৪। ভিডিও গান Close করার পরও কিভাবে ব্যাকগ্রাউন্ড এ Audio গান শুনবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসব। এবং দেখতে পাব “Background Play” নামে অপশন সেটাই মার্ক করে দেব। এখন আপনি ভিডিও গান close করার পরও audio গান শুনতে পাবেন।
৫। কিভাবে Mp3/Audio গান প্লে করবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Audio option এ ক্লিক করব। Audio অপশন আ ক্লিক করার পর “Audio Player” অপশন এ মার্ক করে দেব। এইবার আপনে MX Player এ Mp3/ Audio গানও প্লে করতে পারবেন।

23 thoughts on "MX Player ব্যবহার কারিদের জন্য ৫টি দারুন ট্রিক যে গুলো আপনার অজানা"

  1. asmasagor Contributor says:
    Notun pagoler amdani faul post
  2. asmasagor Contributor says:
    Eita ki ekta post holo trickbd er somman tumrai nosto korba pagoler paglami mx player 5 new option eita ekta baccha o jane
  3. TipsHurry.Ga Author says:
    ভাল ভাল টিপস এবং ট্রিক্স পেতে
    অথবা শেয়ার করতে এখনি ভিজিট করুন
    TipsHurry.Ga
    এখানে রেজিস্ট্রেশন করলেই author
  4. 99% মানুষই এইগুলা জানে এই বিষয়ে দুইটি পোস্ট আগেই করা হইছে।
  5. Mahfuj Contributor says:
    nice post
  6. sowad Contributor says:
    jani vai..but video slow ba fast play korbo koro ki kore.?
    1. Yeasin Author says:
      Vedio chalo kore>option>play>speed
  7. Foridul Islam Contributor says:
    u jodi allahr banda houu musolman hou amr chennel amake firiye diba
    1. Arfan ? Author says:
      k nise vai..?? #foridul
  8. bijoy Author says:
    foridul ki hoyce khuela kow ar ekya to amar copy post
  9. admin @facebook Contributor says:
    bahi ae sob post gula baccharo jane.valo maner post kortay parlay korben na hoile na korben
    1. Sajel Contributor says:
      ভাই আমার একটা Author আইডি খুব দরকার
  10. Khairul Contributor says:
    s.s. koi
  11. Jakir Hossain Contributor says:
    বলদের বাচ্চা বলদ তুই বাদে সবাই অনেক আগেই এগুলো জানে।
  12. mOjAhId1 Author says:
    old post eta sobai jane
  13. Sourov Author says:
    Dur a toh sela palaw jane
  14. Ferdous Ahmed Contributor says:
    amar monee hoy ei bekti new Android user..
    & hotath korei eigula jante parsee..
    tai abegee post korse..
    ha ha ha
  15. shaon123 Contributor says:
    trickbd er sob cheye boro pagol apni….faltu post…ei trick aro 5year aager jana
  16. Mithun Contributor says:
    ভাই আমার ফোনে প্রো ভার্সন সার্পট করে না কেনো??
  17. Shakil Contributor says:
    Nice post
  18. AH Raju Author says:
    hu…ata abar kiram postre baba…….ata tho akta 3 bochorer baccha jane…..ja abal post re… tuner tho akta baccha.

Leave a Reply