কখনো ভেবেছেন এন্ড্রয়েড মোবাইলের ইন্টারনেট কানেকশন যদি পিসি/ল্যাপটপে নেওয়া যেত। তাহলে আর আলাদা নেট প্রোভাইডারের খরচ লাগত না। অথবা পিসির ব্রডব্যান্ড নেট/ ওয়্যারলেস কানেকশন যদি মোবাইলে ব্যবহার করা যেত তাহলে কত সুবিধাই না হত। এটাকে বলে Tethering করা।

এগুলো এন্ড্রয়েড ডিভাইসের জন্য কোন ব্যাপারই না। এন্ড্রয়েডের নিজস্ব ফিচার বা ছোট কিছু সফটওয়্যার দিয়েই ইন্টারনেট শেয়ার করা সম্ভব।

১))ফোন/ট্যাবলেট থেকে ফোনঃ

Wi-fi Hotspot:
এন্ড্রয়েড ফোন/ট্যাবলেটে ওয়াই- ফাই হটস্পট নামক একটি ফিচার আছে যার মাধ্যমে আপনি মোবাইল অপারেটরের ডাটা কানেকশন শেয়ার করতে পারবেন। এটি চালু করার জন্য প্রথমে নেট কানেকশন চেক করে নিন। তারপর

Settings > Wireless & networks > More.. > Tethering and portable hotspot

এ গিয়ে Portable Wi-Fi Hotspot চালু করুন। ইচ্ছা করলে Configure Wi-fi hotspot এ গিয়ে সেটিংস চেঞ্জ করতে পারেন, যেমনঃ পাসওয়ার্ড দেওয়া যাতে আপনি ছাড়া আর কেউ কানেক্ট করতে না পারে।



এছাড়া নিচের অ্যাপসগুলোর মাধ্যমেও ওয়াই-ফাই টেথার করা যায়ঃ

Wi-Fi Hotspot/Wi-Fi Tether

( এটা দিয়ে ইউএসবির মাধ্যমে পিসিতেও নেট কানেকশন দেওয়া যায় )

Easy WiFi Tethering

♦♦Barnacle Wifi Tether
( এটা ব্যবহারে রুট এক্সেস প্রয়োজন )

Bluetooth Tethering:
এন্ড্রয়েড ডিভাইসগুলোতে ব্লুটুথের মাধ্যমেও টেথারিং করা যায়। এর জন্য নেট কানেকশন চালু করে ডিভাইসের

Settings > Bluetooth

অপশনে গিয়ে ব্লুটুথ অন করুন। তারপর

Settings > Wireless & networks > More.. > Tethering and portable hotspot

এ গিয়ে Bluetooth Tethering অপশন চালু করে দিন।

এরপর যে ডিভাইসের সাথে টেথার করতে চান, ব্লুটুথ লিস্ট থেকে সেই ডিভাইসটি সিলেক্ট করে ব্লুটুথ টেথারিং চালু করুন।

One thought on "মোবাইল থেকে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করুন করুন খুব সহজে"

Leave a Reply