আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভালোই আছেন।

চলুন Post টা শুরু করা যাক

হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ভয়েস কলিং করা যায়, সেকথা সকলেরই জানা। কয়েকমাস আগেই ভিডিও-কলিং পরিষেবাও লঞ্চ করেছে এই কোম্পানি। এর বাইরেও এই অ্যাপে এমন কিছু সেটিংস আছে, যেগুলো আপনি আপনার সুবিধামতো নির্বাচন বা পরিবর্তন করতে পারবেন। তারমধ্যে প্রথম এবং প্রধান হল, আপনার
হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সাউন্ডের পরিবর্তন করা। হ্যাঁ ঠিকই শুনছেন। আপনি নিজে আপনার পছন্দমতো নোটিফিকেশন সাউন্ড দিতে পারবেন হোয়াটসঅ্যাপে। তবে এরজন্য আপনার কাছে থাকতে হবে অ্যানড্রয়েড বা iOS ফোন।

এবার থেকে ইনকামিং কল এবং মেসেজের জন্য হোয়াটসঅ্যাপেও আপনি আপনার মনের মতো রিংটোন সেট করতে পারবেন। এই ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ নিজের মনের মতো নোটিফিকেশন সাউন্ড সেট করা থাকলে, মেসেজ বা ফোন এলে আপনি বুঝতে পারবেন যে, সেটি আপনার কাছে অগ্রাধিকার পাবে কীনা। আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা প্রতিটি কন্ট্যাক্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য আপনি আলাদা আলাদাভাবে রিংটোন সেট করে রাখতে পারেন।

যদি আপনি জানতে চান, কীভাবে আপনার অ্যানড্রয়েড বা iOS ফোনে হোয়াটসঅ্যাপের ইনকামিং কলের রিংটোন পরিবর্তন করা যাবে, তাহলে আপনাকে নীচের লেখাটি পড়তে হবে। এখানে বেশকয়েকটি নিয়মাবলী রয়েছে, যা আপনাদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে।

আইফোনে রিংটোনের পরিবর্তন
আইফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ইনকামিং কলের রিংটোনের জন্য বেশি অপশন থাকেনা। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যে কয়েকটি রিংটোনের অপশন থাকে, সেখান থেকেই রিংটোন পছন্দ করতে পারেন আইফোন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে নোটিফিকেশনে গিয়ে আপনি খুব সহজেই রিংটোন পরিবর্তন করতে পারবেন।সেক্ষেত্রে মেসেজ, গ্রুপ মেসেজ এবং হোয়াটসঅ্যাপ কলের জন্য আলাদা আলাদাভাবে রিংটোন সেট করতে পারেন আপনি।
* প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে চ্যাট অপশনে যেতে হবে।

* আপনার পছন্দমতো কোনও চ্যাট ওপেন করে স্ক্রিনের ওপরে লেখা ওই ব্যক্তির নামের ওপর ক্লিক করতে হবে।
* এরপর বেশকয়েকটি অপশন আসবে। যারমধ্যে কাস্টম নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে।
* সেখানে আপনার সামনে মেসেজ সাউন্ড ও রিংটোন নামে ২টি অপশন আসবে।
* এবার মেসেজ সাউন্ড এবং রিংটোনে ক্লিক করলে যে লিস্ট আসবে সেখান থেকে সাউন্ড সেট করতে পারবেন আপনি।


তবে iOS 10 ফোনের ক্ষেত্রে ফোনের কন্ট্যাক্ট অ্যাপে যে রিংটোন সেট করা থাকে, সেই রিংটোন আপনি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারেন। কীভাবে iOS 10 এর হোয়াটসঅ্যাপ রিংটোন সেট করবেন, আসুন দেখে নেওয়া যাক।
1. প্রথমে আইফোনের কন্ট্যাক্ট অ্যাপে যেতে হবে।
2. আপনার পছন্দমতো একটি কন্ট্যাক্টকে সিলেক্ট করতে হবে।
3. স্ক্রিনের ওপরে ডানদিকে ‘এডিট’ অপশনে ক্লিক করতে হবে।
4. একটি রিংটোন পছন্দ করতে হবে।
5. এবার আপনার আইফোনটি রিস্টার্ট করতে হবে।
তবে মেসেজের সাউন্ড পরিবর্তনের জন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে নোটিফিকেশনে ক্লিক করতে হবে।
অ্যানড্রয়েড ফোনে রিংটোনের পরিবর্তন
* প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে স্ক্রিনের ওপরে ডানদিকে যেতে হবে।
* যে তিনটি ডটের বার আছে তার ওপর ক্লিক করে সেটিংসে যেতে হবে।
* সেটিংসে গিয়ে নোটিফিকেশনে ক্লিক করলে কল নোটিফিকেশন অপশন আসবে।

* সেখানে ক্লিক করে মনের মতো হোয়াটসঅ্যাপ রিংটোন সেট করতে পারবেন আপনি।
* হোয়াটসঅ্যাপের মেসেজ টোন পরিবর্তন করার ক্ষেত্রে নোটিফিকেশনে গিয়ে নোটিফিকেশন টোনে ক্লিক করতে হবে।
* এবার সেখান থেকে পছন্দমতো হোয়াটসঅ্যাপ মেসেজ-টোন সেট করতে পারবেন আপনি।
এভাবেই আপনি আপনার পছন্দমতো হোয়াটসঅ্যাপের ইনকামিং কল, মেসেজ এবং গ্রুপ মেসেজের সাউন্ড সেট করতে পারবেন। তবে আইফোন ইউজারদের থেকে অ্যানড্রয়েড ফোন ইউজারদের রিংটোন পছন্দ করার অপশন বেশি থাকে।

ধন্যবাদ Post টি পড়ার জন্য

8 thoughts on "হোয়াটসঅ্যাপেও এবার সেট করুন মনের মতো রিংটোন, মেসেজটোন।"

  1. Ridoy Khan Author says:
    New author
    Good post chaliya jau
    1. Masraful Author Post Creator says:
      ধন্যবাদ পাশে থাকার জন্য
    1. Masraful Author Post Creator says:
      tnQQ
  2. Jillur420 Contributor says:
    imo তে কি ভাবে রিনটোন সেট করব?
    1. Masraful Author Post Creator says:
      imo তে APK Editor দিয়ে সেট করতে পারবেন।
    2. Jillur420 Contributor says:
      কি ভাবে একটু বুঝিয়ে দেবেন কি?
  3. Jillur420 Contributor says:
    কেউ কি পকেট রাওটার ব্যবহার করেন?

    আমার বাড়িতে ঘরের ভেতরে H+ পায় না কিন্তু ঘরের বাহিরে H+ পায় সিম সাপোর্টেড পকেট রাউটার এর মাধ্যমে কি এ সমস্যা সমাধান করা যাবে?

Leave a Reply