আপনাদের সবাইকে আমার চ্যানেল এবং আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।
আর বকবক করবোনা…আজকের পোষ্টে চলে যাচ্ছি… আজকের পোষ্টটি ১৭ হাজার সাব্স্ক্রাইবার উপলক্ষে।
আজ দেখাবো কিভাবো মোবাইলের ফ্রেম সহ ভিডিও তৈরী করবেন।
আসলে এ কাজটি একধুম সোজা!
(পোষ্টটি বুঝতে সমস্যা হলে ভিডিও দেখে কাজ করুন… ভিডিও নিচে।)
প্রথমে আপনাকে Picsay Pro (ডাউনলোড লিংক নিচে) দিয়ে একটি পিকচার তৈরী করতে হবে… যার সাইজ হবে 1920*1080.
তারপর তৈরীকৃত পিকচারটি Picsart (ডাউনলোড লিংক নিচে) দিয়ে অপেন করুন, অপেন করার পর Add Photo-তে ক্লিক করে মোবাইলের ফ্রেম যোগ করে নিন।
আমি কয়েকটি ফ্রেম দিয়ে দিচ্ছি.. ইচ্ছে করলে এগুলো ব্যবহার করতে পারেন! নয়তো Google.com-এ গিয়ে লিখুন…. Android Mobile Frame.png তারপর হাজার হাজার ফ্রেম দেখতে পাবেন! যেইটা পছন্দ ঐইটা ডাউনলোড করে পিকচারে যোগ করে নিন।
ফ্রেমটি নিজের মত করে বসিয়ে পিকচারটি নিজের মত করে ইডিট করে নিন।
আমাদের পিকচার বানানো হয়ে গেলো।
এখন শুধু আমরা Kinemaster– দিয়ে আমাদের ভিডিওটিকে লেয়ার হিসেবে মোবাইলের ফ্রেমের ভিতরে বসিয়ে দিবো।
Kinemaster Pro (ডাউনলোড লিংক আগের পোষ্টে আছে) অপেন করে Media Browser-এ ক্লিক করে একটি Blank পিকচার যোগ করে নিন, সাদা বা কালো। (যার সাইজ হবে ১৯২০*১০৮০)
তারপর ভিডিওটি যত মিনিটের পিকচারটি টেনে তত মিনিট করে নিন।
এখন আমরা উক্ত Blank পিকচারের উপর Layer-Media Browser-এ ক্লিক করে আমাদের তৈরীকৃত পিকচারটি বসিয়ে দিবো।
এখন শুধু উক্ত পিকচারের মধ্যে আমাদের ভিডিওটি বসিয়ে দিবো ফ্রেমের ভিতরে… Layer-Media Browser– এ ক্লিক করে।
এখন ভিডিওটি টেনে ঠিকমত ফ্রেমের ভিতরে বসিয়ে দিবো…. যদি মোবাইল(ভিডিও) ঠিকমত না বসে, তাহলে Crop করে বসিয়ে দিবো। (নিচের ছবির মত)
সব কাজ করা হয়ে গেলে ডান পাশে মার্ক করা আইকনে ক্লিক করে Render করে নিন।
ডাউনলোড লিংক।
1. Picsay Pro
2. Picsart
আজ এই পর্যন্তই।
ভিডিও লিংক।
সৌজন্যেঃFARABI 360
সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
carry on 🙂
ASA layer>image
Ami akn ki korta pari
Marshmallow ta
কিন্তু আমার কিছু সমস্যা হচ্ছে।
Layer-Media এর ভিতর থেকে ভিডিও নেওয়ার কোন অপশন পাচ্ছি না।
reply দিলে খুশি হতাম।
এবং আউথার বানানো হয়, কেউ জানলে বলবেন প্লিজ।
সাইজের পিক বানানো যায়। তাহলে Picsay এপটার কি দরকার?
তাছাড়া দুইটা এপ ব্যবহার করার দরকার দেখছি না।
তারপর ও ধন্যবাদ।
লাফিব লাইলা থেকে শুরু করে যাদুর সব ভিডিও।