মুঠোফোন কেনার পর বেশ কিছুদিন গেলেই ব্যাটারির চার্জ কমে যাওয়া নিয়ে অভিযোগ করেন অনেকেই। জরুরি ফোন করার সময় দেখা যায়, ব্যাটারিতে কোনো চার্জ নেই। এই যন্ত্রণা এড়ানোর জন্য অনেকেই সঙ্গে পোর্টেবল চার্জার রাখেন। কিন্তু সেই চার্জার বেচারার চার্জও একসময় শেষ হয়ে যায়!

মুঠোফোন কেনার পর প্রথম যখন চার্জ দিলেন, তখন থেকেই কিন্তু ব্যাটারির আয়ু কমতে শুরু করে। ফলে মুঠোফোনের ব্যাটারি ধীরে ধীরে হারাতে থাকে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা। রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে রাখলে সারা দি
ন চার্জ থাকবে, এই ধারণা একেবারেই ভুল। রাতে ফোন চার্জে দেওয়া থাকলে চার্জারের সঙ্গে ফোনটি বেশিক্ষণ হয়তো সময় কাটাতে পারে, কিন্তু চার্জও হারিয়ে ফেলে দ্রুত।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ অবশ্য আছে। চার্জ শূন্য হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। বরং ৩৫ শতাংশ থেকে ৪০ শতাংশে চার্জ নেমে এলেই চার্জ করতে দেওয়া উচিত। এতে ব্যাটারি ধারণক্ষমতা সংরক্ষণ করতে সহায়তা করবে।

সব কথার শেষ কথা, আপনি যদি একই ফোন কয়েক বছর ধরে ব্যবহার করে থাকেন, তাহলে চার্জে দিয়ে ঘুমানোর অভ্যাস বাদ দিন

সূত্র: টাইম

14 thoughts on "মুঠোফোন চার্জ করব কখন?"

    1. Devian Sagor Author says:
      এখন ভালো লাগছে..?? পিঁপিঁলিকার পাখা গজায়,মরিবার তরে!!
      ★ আরো করো পোস্ট,, “” Dowload করে নিন….”
      এত করে বলছিলাম, কানেই নাওনি! আমাকে তুচ্ছ মনে করে গালি ও দিছ! ★ দাসীর কথা, বাসী হলে মিস্টি হয়!
    2. Imran Khan Contributor says:
      ha ha ha
    3. Devian Sagor Author says:
      হাসো,, তোমারই তো হাসার সময়! আমার Chaamp.Tk কব্জা করে বসে আছো!! হাসো, প্রাণ খুলে হাসো!!
    4. Ex Programmer Contributor says:
      sagor boss চিনছো আমাকে?
    5. Imran Khan Contributor says:
      স্বাধীন ভাই আমাকে আবার Author করবে ইনশাল্লাহ আমার পুরো কনফিডেন্স আছে
    6. Devian Sagor Author says:
      Chaamp.Tk আমাকে ফিরিয়ে দিন বলছি
  1. bappu24 Contributor says:
    প্লিজ হেল্প করেন আমার একটা ইমু একাউন্ট হেক হইছে এখন অই একাউন্টটা যে হেক করছে তার মোবাইল থেকে পারমেন্টলি লগ আউট কেমনে করব,মানে অহহ যদি আবার আমার একাউন্টটা অর মোবাইলে খুলতে চাই তাহলে অই একাউন্টে আবার নতুন করে ইমু কুডটা খুজবে এইরকম?? একাউন্ট ডিলেট করছি আবার নতুন করে কুলছি তাও সেম প্রবলেম অহহ লগিন করতে পারতেছে????প্লিজ হেল্প
  2. Devian Sagor Author says:
    এইরকম পোস্ট অনেক আছে! আপডেট কিছু চাই
  3. Technology Share Contributor Post Creator says:
    tnx sobai ke
  4. Mahfuz Tushar Contributor says:
    TrickBD ai sob copy paste author pay koi?
    1. Technology Share Contributor Post Creator says:
      মানে

Leave a Reply