আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকারই কথা। কারণ ট্রিকবিডির সাথে থাকলে সবাই থাকে। আজকে আমি আপনাদের জানাব কিভাবে মোবাইলে র‍্যাম ফ্রী রাখা যায় । আমরা যারা Android Phone এর ২৫৬/৫১২ / ১ জিবি র‍্যাম ইউজার তাদের প্রত্যেকেই চেষ্টায় থাকি ফোনের Background Running Apps গুলোকে Kill করে RAM এবং BATTERY দুটোকেই SAVE করতে।

এ জন্যে আমরা DU Batter Saver Pro/ SPEED BOOSTER/ RAM BOOSTER/ APPS KILLER নামের কতশত আজাইরা UTILITY Apps ব্যবহার করে থাকি। কিন্তু সব চেষ্টাই মনমত হয়না, বরং এ এসব আজাইরা APPS গুলো বিশাল SPACE দখল করে রাখে। আর তাই এসব আজাইরা Utility Apps এখনি Uninstall করেন আর শুরু করেন এই সিম্পল প্রসেস।

নিচের মত করে শুরু করেন…

Mobile এর Settings এ গিয়ে About Phone এ যান,

একেবারে নিচে BUILD NUMBER লিখার উপর ৫/৬ বার ট্যাপ/টাচ করুন, এতে করে আপনার ফোনের DEVELOPER OPTION টি চালু হবে।

এবার Back করে SETTINGS এর DEVELOPERS OPTION এ ঢুকুন।

একেবারে নিচের দিকে গিয়ে একটা Option পাবেন

DON’T KEEP ACTIVITIES এতে টিক দিন এবং BACKGROUND PROCESS LIMIT (1) করে দিন।

(উল্লেখ্যঃ DEVELOPERS OPTION এর এই কাজটি প্রতিবার REBOOT/ SET ON করার ক্ষেত্রে ১ বার করে নিতে হবে)

ব্যাস, কাজ শেষ।

DEVELOPERS OPTION এর BACKGROUND PROCESS LIMIT অপশন টি আপনার ফোনের Background Running Apps গুলোকে লিমিটেড করে রাখবে, এতে যেটা হবে তা হল, একদিকে আপনার ফোনের ব্যাটারি সেভ ও হবে অন্যদিকে র‍্যাম ও ফ্রী থাকবে।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

13 thoughts on "এন্ড্রয়েড মোবাইলে র‍্যাম ফ্রী রাখার উপায়"

  1. Mostakim✅ Contributor says:
    হুম। ঠিক বলেছেন। আজাইরা অ্যাপ ডাউনলোড করলে শুধু মোবাইলের র্যাম আরো বেশি দখল করে।
  2. MD Tauhid Rahman Author says:
    উল্লেখ্যঃ DEVELOPERS OPTION এর এই কাজটি প্রতিবার REBOOT/ SET ON করার ক্ষেত্রে ১ বার করে নিতে হবে) mane bojlam na
    1. Mostakim✅ Contributor says:
      মানে ফোনে Developer option on করে Don’t keep activities টা সিলেক্ট করে মোবাইলটা Restart দিন এটাই বলছেন। এখন বুচ্ছেন?
    2. RE ROFIQUL Contributor says:
      eta amio kichu bujlam na ki bolte chaychen oni
  3. MD Tauhid Rahman Author says:
    Set on Kore at a korte hobe vai
    1. druvoakash Author Post Creator says:
      ha
  4. Shahadat Hossain Pranto Contributor says:
    Thank you so much boss
  5. Md Anas Contributor says:
    যে আমাকে survey bypass korte help করবে, তাকে আমি 20$ btc dibo, really,
  6. Sohan Contributor says:
    Nice and tnx
  7. MD Nazim Author says:
    আগে থেকেই জানি! তুবও শিয়ার করার জন্য ধন্যবাদ!
    আর স্ক্রিনসট দিয়ে পোষ্ট করলে সবার বুঝতে সুবিধা হয়! আগামিতে সেটা মাথাই রাখবেন!!!
  8. Morshed Author says:
    hmm janleo thanks..
  9. ARR1122 Contributor says:
    DON’T KEEP ACTIVITIES করে দিলে তো এক সাথে ২ টা apps running করানো যায় না।

Leave a Reply