এপস ছাড়াই একটি সহজ ট্রিক এর মাধ্যমে আপনার ফোনের ভিডিও, অডিও বা ইমেজকে হাইড করে ফেলতে পারেন এবং যখন দরকার হবে তখন আবার নিয়ে আসতে পারবেন
আপনি যেই ভিডিও, অডিও বা ইমেজকে হাইড করতে চান সবগুলো একটা ফোল্ডারে রাখুন

এখানে  Folder Will Hide এটাকে আমি হাইড করব এটাকে সিলেক্ট করে উপরে ৩ ডট বাটনে ক্লিক করব

এই ফোল্ডারটিকে রিনেইম করব

ফোল্ডারের নাম এর আগে একটা . মানে পোলস্টপ বসিসে সেভ করব

ফ্লোডারটি হাইড হয়ে যাবে এখন আপনার গ্যালারী বা ভিডিও প্লেয়ারে গিয়ে দেখুন এটি আর শো করবেনা

এবার আসুন ফাইলগুলোকে ফিরিয়ে আনবেন কিভাবে
যে ফোল্ডারে রেখেছিলেন সেখানে যান এখান থেকে ফাইল মেনেজার এর সেটিং এ যান

এখানে Show Hidden Files এটাকে মার্ক করে দিন

এরকম আসলে YES দিবেন

এবার ফোল্ডারটিকে দেখতে পারবেন এখন এটিকে আবার রিনেইম করে . মানে পোলস্টপ টাকে কেটে ওকে করে দিন


আপনার ফাইলগোলো আবার দেখতে পারবেন।

বুঝেতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন।

Leave a Reply