আসলামু আলাইকুম,


আজকে দেখাবো ফোন ইউস করার সময় /কোন কিছু পড়ার সময় স্ক্রিন অফ হবে না

আলোচনা:-

আমরা যখন ফোন ব্যাবহার করি যেমন-  চ্যাট, বই পড়া ইত্যাদি। কিছু নির্দিষ্ট সময় পর স্ক্রিন অফ হয়ে যায় তখন বিরক্তি লাগে। বার বার আঙ্গুল দিয়ে ধরতে হয়।
টাইম আউট বাড়াতে চায় না (এতে ফোনের চার্জ নষ্ট হয় মনে রাখবেন স্ক্রিন সবচেয়ে বেশি চার্জ নষ্ট করে)

কার্য পদ্ধতি:-





[বিদ্র:-]
সব ফোনে এ অপশন নাও থাকতে পারে
ম্যাসম্যালো তে থাকার সম্ভাবনা আছে ৯০%
আমার ফোন j7  v6.0.1

9 thoughts on "ফোন ইউস করার সময় স্ক্রিন অফ হয়ে যায় [ j7 ইউজার]"

  1. ?? Ahad ?? Author says:
    আপনার সম্ভাবনা লিখাটা remove করেন।
    এটা শুধুমাত্র Samsung latest device গুলাতে পাওয়া যায়। (-_-)
  2. Anik Contributor says:
    এমন ট্রিক শেয়ার করা উচিত যেটা সবার ফোনে কাজ করে। গুটিকয়েকের কাজ হবে এমন ট্রিক মূল্যহীন। এই অপশন শুধু j7 এ আছে। marshmallow 6.0.1 হলেই যে এই অপশন থাকবে তেমন কোনো কথা নাই। আমার j5 6.0.1 তে নেই। ট্রিকবিডিতে কয়জন আছে যারা j7 ব্যবহার করে
    1. BlaCk & WhitE (TaNjiD) Author Post Creator says:
      আমি বলছি থাকার সম্ভাবনা আছে। যত দিন যাচ্ছে সব আপগ্রেড হচ্ছে। কে বলতে পারে এ ফিচার আগামি ১ বছরের মধ্যে সব ফোনে চলে আসবে? ?
    2. Anik Contributor says:
      হাসালেন ভাই।
    3. BlaCk & WhitE (TaNjiD) Author Post Creator says:
      what’s funny?
  3. hasan Author says:
    আর কয়দিন পরে পোস্ট দিবেন কিভাবে ইন্টারনেট চালাতে হয়।হা হা অনেক মজা পাইছি পোস্ট থেকে
  4. Emon Ahmed Contributor says:
    জেনে রাখলাম ভাই

Leave a Reply