আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালোই আছেন। টাইটেল দেখেই অনেকে বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে পোস্ট করতে যাচ্ছি।হ্যা আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক লাইট দিয়ে ফটো সহ ফ্রি ফেসবুক চালাতে হয়।চলুন শুরু করা যাক।
কিছু কথা
এই ট্রিক্সটা আমার কয়েকজন বন্ধুর ফোনে খুব ভালোভাবে কাজ করছে।এবং বর্তমানে আমিও চালাচ্ছি।আমি পোস্ট এর সাথে প্রুফ ও দিয়ে দিবো। আর হ্যা যারা জানেন বা চালাচ্ছেন তারা পোস্ট টি পড়েন সমস্যা নাই কমেন্ট থেকে বিরত থাকুন।
মূল পোস্ট
প্রথমে নিচে থেকে ফেসবুক লাইট মোড টা নামিয়ে নিন।
এখান থেকে 1.7 MB
যারা ডাউনলোড করা জানেন না তারা এই পোস্ট দেখুন
জিপি ইউজার
যারা জিপি ইউজার তারা নিচের মত করে apn সেটিং করে নেন।পূর্বে থেকে করা থাকলে লাগবেনা।
আমার মোড করা লাইটের ভারসন হলো 75.0.0.37.188 তাই মোড ব্যাবহার করতে না চাইলে এটা ব্যাবহার করুন। গুগলে সার্চ দিয়ে নামিয়ে নিন।
প্রুফ
দেখুন আমার জিপিতে কোনো এমবি নাই
এই দেখুন চলছে।স্ক্রিনশট ভিডিও টা থেকে নেওয়া।
রবি ইউজার
রবি ইউজার রা নিচের মত apn সেটিং করে নিন। আর প্রথমবারে না চললে ডাটা ক্লিয়ার করবেন। আর ফোনের ডাটা অন অফ করবেন চলবে।
প্রুফ
এই দেখুন আমার রবিতেও কোনো এমবি নাই।
চলছে ফ্রি
জানি অনেকেই বিশ্বাস করবেন না আর অনেকেই বুঝেন নাই তারা এই ভিডিও টা দেখেন সকল সংশয় দূর হবে।
Normally আমার লাইটে Free Mode এ অনেক সময় ছবি দেখা জাই,, সব ছবি,, আবার ডাটা অফ করে ডুক্লে আর দেখা জাইনা,,
আর নতুন টা জিপি তে ৩ মাস পর পর ফ্রি চলে।