আল্লাহু আকবার
আপনারা যারা এন্ড্রোইড মার্শম্যালো বা তার উপরের ভার্সন ব্যবহার করেন তারা অবশ্যই অবগত আছেন Screen Overlay সমস্যার। এটি আসলে কোনো সমস্যা নয়। একাধিক অ্যাপ যখন একই পারমিশন যেমন- নটিফিকেশন, ফ্লোটিং ফিচার ইত্যাদি ব্যবহার করে তখন এটি দেখা দেয়। যেহেতু বারবার চেক করা সম্ভব না সেহেতু এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে কিছু উপায় আছে যেমন এক ভাই পোস্ট করেছিলেন install button unlocker অ্যাপ নিয়ে। তো আমি যখন এটা এনাবেল করতে যাব তখনও দেখি screen overlay সমস্যা। তাই কাজের কাজ হল না কিছুই। তারপর গুগলে খুঁজে একটা সমাধান পেলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক।
যা যা লাগবেঃ
★ অবশ্যই ফোনে CWM/TWRP Custom Recovery ইনস্টল করা থাকতে হবে।
★ Rom এর ব্যাক আপ রাখতে হবে।
★ Recovery থেকে কিভাবে Zip ফাইল ইনস্টল দিতে হয় সেই সম্পর্কে জ্ঞান।
কার্যপদ্ধতিঃ
১. Zip ফাইলটি ডাউনলোড করুন।flashable zip file size 1.2 mb
৩. এবার Recovery থেকে zip ফাইলটি ইনস্টল করুন।
ধন্যবাদান্তেঃXDA-FORUM
কাজ শেষ। screen overlay সমস্যা আজীবনের মত শেষ। কোনো স্ক্রিনশট দিতে পারলাম না কারণ Recovery মেনুতে স্ক্রিনশট নেওয়া যায় না।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।
আল্লাহ হাফেজ
amr to ar pc nai
taile kamne ki korbo?
TWRP/Philz hole.
Ba doren recovery diye kono zip flash korte ta delete korar kono way ache??
Janle janaben
Jodi arokom kono way pan
Flash kora zip abr unflash kora jay post korben