সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে এক অসাধারণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। Title টা দেখে অনেকেই বুঝে গেছে পোস্টের বিষয়টা কি।এই পোস্ট টি আমার করা দ্বিতীয় পোস্ট। তাই ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা।সুতরাং এত সব কথা না বলে পোস্ট শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরন :

• Android App “Status”(Play store এ পাবেন)।

• প্রয়োজন আর একটু মনোযোগ।

How to do :

– বোঝার সুবিধার্থে ছোট থেকে ছোট সব Step Screenshot এ দেখানো হলো। সুতরাং নিচের Screenshot গুলো Follow করি।

ScreenShots :
















এবার আপনি ইচ্ছামত Notification Bar টা সাজাতে পারেন।

See The Results :

আশা করি বোঝতে কোনো সমস্যা হয় নি। আমিও আপনাদের আমার MaxLimit পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি। So এভাবে আপনি আপনার  phone এর Notification Bar Change করতে পারেন। [Notification Bar টা Home এ Transparent] যা আসল Feature ।

সব শেষে আসা করি আপনাদের সবার ভাল লেগেছে। এই পোস্ট করতে আমার অনেক কষ্ট + Time Waste হয়েছে। just যাতে আপনারা Enjoy করেন। তাই এত কিছু করা। So আমি জানি আমার কোনো না  কোনো ভুল হয়েছে। যদি ভুল গুলো আপনার চোখে পড়ে So Sorry এবং হ্যা Comment করে অবশ্যই জানাবেন। আমি Next এ আরও অনেক কিছু নিয়ে হাজির হব। যা সত্যিই আপনাদের কাজে আসবে। আপাদত আমি বিদায় জানাচ্ছি। ধন্যবাদ 

? Facebook এ আমি !! কোনো Personal সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন।

6 thoughts on "অনেকেই আছে যাদের নিজেদের Phone এর Notification Bar টা বিরক্ত লাগে। তাদের জন্য আজকের এই পোস্ট । Change করুন আপনার phone এর Notification Bar [No Root]"

    1. iEye 2.0 Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. iEye 2.0 Author Post Creator says:
      ?
    1. iEye 2.0 Author Post Creator says:
      ধন্যবাদ।

Leave a Reply