?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা ট্রিক নিয়ে আসলাম।আমাদের কোনো ফাইল লুকাতে হলে অনেক এপ ব্যবহার করতে হয়, কিন্তু এত এপ ব্যবহার করার মত মোবাইল আমাদের নাও থাকতে পারে।কোনো ঝামেলা ছাড়া এমবি ছাড়া যে কোনো ফাইল লুকাতে পারলে ভাল হয়।সবাই এটা ব্যবহার করলে অনেক উপকারে আসবে।তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।
পোস্টঃ
?আপনি দেখতে পারছেন আমার ফোনে একটা নাটক আছে। সেটাই লুকায়ে দেখাব।
?আপনার File Manager এপটা ওপেন করেন। আর ফাইলটা কথাই আছে সেটা খুজে বের করুন এবং ফাইলটার ওপর ৩-৫ সেকেন্ড ক্লিক করে ধরে রাখুন।
?তারপর More লেখাতে ক্লিক করুন।
?Rename লেখাতে ক্লিক করুন।
?তারপর যা ইচ্ছা লিখতে পারেন। যেমন আমি লিখলাম আমার নাম।
?দেখেন ভিডিওটা লুকানো হয়ে গেছে। গেলারিতেও দেখা যাবে না।
এবার দেখুন কি করে ফাইলটা ফিরিয়ে আনবেনঃ
?যেখানে ভিডিওটা ছিল সেই ফোল্ডারে চলে যান। আর ভিডিওটা তে আবার ৩-৫ সেকেন্ড ক্লিক করে ধরে রাখুন।
?আবার More এ যান।
?Rename ক্লিক করেন।
?ডট (.) লেখার পরে যা আছে সেটা কেটে দিবেন।
?আবার mp4 লিখে দিবেন।
?তাহলে দেখবেন আবার গেলারিতে দেখতে পারবেন আপনার ভিডিওটা।
বিঃ দ্রঃ আপনার File Manager কাজ না করলে Ex File Manager ব্যবহার করতে পারবেন। এই নিয়মে আপনি সকল ফাইল লুকাতে পারবেন। এটা আপনি পিসিতেও ব্যবহার করতে পারবেন।
?এইভাবে আপনি লুকাতে পরবেন আপনার প্রয়োজনীয় ফাইল।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
so reported.
post link
সরাসরি ফাইলের নামের আগে . (ডট) দিলেই হাইড হয়ে যায়।
Kinto jara jane na tader jonno balo post
So tnx