কিছু কথা
Trickbd এর পক্ষ থেকে সবাই কে স্বাগতম।
অনেকদিন পর Trickbd তে একটি পোষ্ট নিয়ে হাজির হলাম। এতদিন লেখাপড়ার চাপে Trickbd তে অাসতে পারি নাই।
প্রথমে বলে রাখি Trickbd তে ইন্টারনেট সম্পর্কে ০% থেকে শুরু করে ১০০% পযন্ত মেধাসম্পন্ন ভিজিটর অাছে। So, সকল পোষ্ট সবার কাছে ভালো নাও লাগতে পারে। কারন যে যেটা সমন্ধে জানে সেটা অার একবার পরতে তার খারাপ লাগতেও পারে। তাই বলছি যারা জানেন তার পারলে একটা Thanks দিয়েন, না দিলে না দিয়েন। অাজেবাজে বলবেন না।
মূল বিষয়
অামরা সবাই Android ফোন ব্যাবহার করি। অামাদের অনেক বিষয় অাছে যা অামরা জানি না। অাজকে অামি Google এর একটা বিষয় নিয়ে অালোচনা করব। সেটি হল Ok Google.
Ok Google মানে হলো অাপনার মোবাইল এ যে Google এপ টি অাছে সেটি দ্বারা অাপনি Ok Google বললেই Google অাপনার কথার রিপ্লে দিবে হাত দিয়ে কোন টার্স করা ছারাই অাপনার প্রয়োজনীয় কাজ করিয়ে নিতে পারবে Google এর দ্বারা। তো কথা না বারিয়ে শুরু করি।
প্রথমে Play Store থেকে অাপনার Google এপটি অাপডেট করে নিন। যাদের অাপডেট করা অাছে তাদের কিছু করতে হবে না।
এরপর Setting → Google → Voice → Voice Match→Say “Ok Google” any time.
কারু কারু মোবাইল এ অন্যভাবে থাকতে পারে। তারা একটু খোজাখুজি করুন পেয়ে যাবে।অামার মোবাইল এ এভাবে অাছে তাই এভাবেই দেখাইলাম।
স্কিনসর্ট দেখে নিন।
এখন Functions টি On করার পর সরাসরি হোম পেজে অাসুন। এবার Mobile Data On করে বলুন Ok Google.
তারপর একটি পেজ অটেমেটিক অন হয়ে যাবে। সেখানে অাপনাকে ৩-৪ বার Ok Google বলতে বলবে,অাপনি বলে Done করে দিবেন।
কাজ শেষ। এবার সব রিসেন্ট পেজ কেটে দিয়ে বলুন Ok Google. তারপর অাপনি বুঝে যাবেন। প্রমান,
অাপনার যদি Youtube এপ টি লেটেস্ট ভারশন থাকে তাহলে, বলুন
উদাহরন :- play canna maraya maraya song
দেখবেন কোন টার্স করা ছারাই গানটি বাজতেছে।এভাবে অারও নানা সুবিধা অাছে।
কোন সমস্যা হলে জানাবেন।
পোষ্ট টি যদি ভালো লাগে Thanks দিলেই এনাফ্।
অামার ফেসবুক অাইডি → Riaz
Trickbd এর সাথেই থাকুন।
follow thise settings > Language & input > voice input > Google recognition > setting > Ok Google turn it on
from any screen hoi na……
minimum Android 5.0 & up Android version dorkar
. r bollei hoto je lolipop e hbe na
©oming Soon
“”Google app isn’t your default assist app””
এই লেখা উঠে। এটার solution কি???