প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন_আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
আপনার সবাই জানেন যে আপগ্রেড ইস বেস্ট,Android এর ভার্শন গুলো যতই আপগ্রেড হচ্ছে ততই তারা ব্যাটারি ব্যাকআপ বাড়াচ্ছে।আর দিন দিন সোশ্যাল এপ গুলা যেই হারে আপগ্রেড হয়ে র্যাম+স্টোরেইজ দখল করে চার্জ ত খাবেই।আর Android এর ভার্শন যত আপগ্রেড হবে এর প্রত্যেক টা লে আউট ই যেমন সুন্দর হচ্ছে তেমনি চার্জ খাচ্ছে_চার্জ যাত্ব কম খাই তাই তারা ব্যাকগ্রাউন্ড এ থাকা এপ গুলা কে বন্ধ করার জন্য এমন অনেক এপ ই ব্যবহার করা হই।যেহেতু আমাদের বাংলাদেশে সিম্ফনি আর ওয়াল্টন ব্যবহার কারী রাই বেশি তাই আজকে আমার টুইটড়িয়াল টাই তাদের বেশি কাজ করবে যারা সিম্ফনি আর ওয়াল্টন ব্যবহার করেন।
আমি এই বিষয় নিয়ে আগে একটা পোস্ট করছিলাম সেটা হলো One Clean এপ নিয়ে Android Marshmallow তে এপ টা ব্যাকগ্রাউন্ড এর এপ গুলা কে বন্ধ করে রাখত,যাদের মোবাইলে এ আজকের টুইটড়িয়াল কাজ করবে না তারা ওই পোস্ট টা দেখুন।
শরু করা যাক তাহলে!
প্রথমে Android 7.0+ ব্যবহার কারী রা দেখুন ত আপনার সিটিংস এ Protracted Apps নামে কোন অপশন আছে কিনা?
থাকলে সেইটা তে ঢুকুন,এবং User-Defined Enable করে দিন।
এখান থেকে আপনি সর্বচ্চো ৩ টা এপ চালু করতে পারবেন যেটা কিনা সব সমই ব্যাকগ্রাউন্ড এ চালু থাকবে।কিন্তু তার বেশি আপনি করতে পারবেন না,,করতে চাইলে নিচের টিপস ফলো করেন।
২___✓
তারপর Power Saver এ যান
Advanced Settings&Tips এ যান
উপরে কর্নার এ দেখুন সেটিং আইকন আছে ওইটা তে ক্লিক করুন।
White List App Background এ যান
আপনি যেই এপ গুলা ব্যাকগ্রাউন্ড এ চালু করতে চান সেই গুলা অন করে দিন।
এই পদ্ধতিতে যদি কাজ না হই তাহলে আমি অন্য কোন দিন ভিন্ন আরেক টা পোস্ট করব এই বিষয়ে।ধন্যবাদ সাথেই থাকুন।
আজকের মত এখানেই শেষ করলাম,সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
শুভ রাত্রী।
amr tate protected apps er kono option nai & Phone assist app ache kintu ta launcher er moddhe show kore na.system apps e show kore kintu open kora jaina.
আমি Lenovo vibe s1a40 এই মডেলের মোবাইল ব্যবহার করি ভার্সন হলো Marshmallow কিন্তো ব্যাটারি তে চার্জ একা একা ই কমে যাই
এর কোন সমাধান আছে ভাই
থাকলে একটু বলেন অনেক দিন যাবত সমস্যার সসম্মুখীন হতেছি