বর্তমানে এই প্রযুক্তির যুগে সবচেয়ে বৈপ্লবিক আবিস্কার হল স্মার্ট ফোন, আর স্মার্টফোনের দুনিয়ায় iphone যে সবার আগে রয়েছে সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই।
তাই আমাদের সবারই কমবেশি একটি আইফোনের সখ থাকে, কিন্তু সামর্থ্য থাকে না ??
আজ তার জন্যই আমি আমি লিখতে বসে গেলাম,
আপনারা পড়ছেন ট্রিকবিডি পেজ,
সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া।

আজ আমরা দেখবো কীভাবে অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল iPhone এর মতো করতে হয়।
অর্থাৎ অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমকে Apple iOS এর মতো।
এর জন্য প্রয়োজন হবে আমাদের একাধিক অ্যাপ্লিকেশন।
তো চলুন তাহলে শুরু করা যাক।
পোস্টি কয়েকটি ধাপে শেষ করব।

iLauncher – অ্যান্ড্রোয়েডকে বানিয়ে ফেলুন iOS

সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি। অ্যান্ড্রোয়েডকে সম্পূর্ণরূপে iOS এ রূপান্তরের জন্য এবার প্রয়োজন হবে iLauncher । এটা ইনস্টল করার মানেই হলো আপনার ৬০ ভাগ কাজ সম্পন্ন হওয়া।

গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন iLuncher লিখে।
প্রথমে যে এ্যাপটি পবেন সেটা ইস্টল করুন।

যাদের ফোনে iLauncher অ্যাপটি ভালোভাবে কাজ করবে না তাদের জন্য একই রকম আরও একটি অ্যাপ হলো One Luancher। এটিও প্লে স্টোর এ ফ্রিতে পাবেন। এতে আপনি iLauncher এর অনুরূপ অপশনগুলো পাবেন।

ইস্টটল করে ওপেন করুন।

এবার ss এর Set Luncher এ ক্লি করে সেট করুন

নটিফিকেশনবার– পরিবর্তন করুন

স্ট্যাটাসবার
এবার অ্যান্ড্রোয়েড এর ডিফল্ট স্ট্যাটাসবার বদলে ফেলে iPhone লুক তৈরী করার পালা। এর জন্য আপনার ডাউনলোড করতে হবে iNoty অ্যাপটি। এট প্লে স্টোর এ আপনারা ফ্রিতেই পাবেন। iNoty অ্যাপটি অতিরিক্ত নোটিফিকেশন কাউন্টার হিসাবেও কাজ করবে। যা সত্যিকার অর্থেই iPhone এর মতো অনুভুতি দিবে।

ইনস্টল করে ওপেন করুন

ss এর মত সেটিং করে নিন।

বেস, হয়ে গেল iphone স্টটাস বার।

iPhone এর মতো লকস্ক্রিন – iPhone Lockscreen APK

অ্যাপলের মতো লকস্ক্রিণ পেতে হলে আপনার প্রয়োজন হবে iPhone Lockscreen অ্যাপটি। প্লেস্টোর কিংবা ইউজার ক্লাউড থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে প্রথমেই ইনস্টল করে ফেলুন। সম্পূর্ণ ফ্রিতেই পাবেন বলে সারা জীবন আপডেটও ফ্রি!

এবার ইনস্টল করে সেট করুন।

ব্যাস আপনার কাজ শেষ।
কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ।

বুঝতে না পারলে ভিডিও দেখুন

Now How was the experience???
plz Comment.
ফেসবুকে আমি

10 thoughts on "আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে অবিকল iPhone ( iOS) বানিয়ে ফেলুন!"

  1. Ãstâr Sâyêêd Author says:
    not bad.agola luncher use kore sobai kom-basi korte pare.✌
  2. শফিক Author says:
    eto sob bad diye iphon kinen bhai
  3. MD:Samiul Contributor says:
    Good….post
  4. mohammad parvez Author says:
    hmm sobi thik ache…tobe ios software tay support korano baki roye gelo
  5. Saykat Contributor says:
    Link Den….
  6. asifulmamun Author says:
    Nice

    ব্যাবহার করেছিলাম।
    অনেক ভাল।

    কিন্তু ফোন কল হ্যাং করে।

Leave a Reply