Poweramp মিউজিক প্লেয়ার

এন্ড্রয়েড ফোনের জন্য Poweramp একটি শক্তিশালী মিউজিক প্লেয়ার।

এর সুবিধা সমূহঃ

  • এটা mp3, mp4/m4a, ogg, wma*, flac, wav, ape, wv, tta, mpc, aiff, acc আরও অনেক ধরনের ফাইল সাপোর্ট করে।
  • এই প্লেয়ারে আরও অনেক মজার মজার ফিচার আছে সময় স্বল্পতার জন্য লিখতে পারলাম না । একবার ডাওনলোড দিয়েই দেখুন।

    নোটঃ

  • Poweramp ফুল ভার্সন পেতে হলে আপনার ফোনে রুট থাকতে হবে।
  • Poweramp Unlocker.apk এ ব্যাবহার করা যাবে না। আগেই ইনিস্টল করা থাকলে রিমুভ করে দিন।
  • ইন্টারনেট কানেকশন অফ করে কাজ গুলা করবেন।
  •  যে ভাবে ইনিস্টল করবেনঃ

  1. নিচের Link হতে Poweramp ডাওনলোড করে ইনিস্টল করে নিন।
  2. নিচের Link হতে Lucky Patcher ডাওনলোড করে ইনিস্টল করে নিন।আগে থেকে ইনিস্টল করা থাকলে আর ইনিস্টল দেওয়ার দরকার নাই
  3. এখন Poweramp অপেন করুন এবং সব ফাইল স্কান না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  4. ব্যাক বাটন চাপ দিয়ে বেরিয়ে আসুন।
  5. এখন Lucky Patcher অপেন করুন
  6. তারপর Lucky Patcher-> Poweramp-> Open Menu of Patches-> Custom Patch এ যান।

    দেখুন patch_del.by.ramzezzz_com.maxmpz.audioplayer আছে। চাপ দিন।
  7. Apply এ চাপ দিন। এবং যতক্ষণ শেষ না হয় অপেক্ষা করুন।
  8. সবুজ কালারের কিছু লেখা আসলেই কাজ শেষ।
  • ব্যাস Powerapm এর ফুল ভার্সন তৈরি হয়ে গেল। :)
  • লক্ষ্য করুনঃ

  • আমি প্রায় একমাস আগে Patch করেছিলাম এখনো মাখনের মতো চলছে।
  • এখান থেকে ডাওনলোড করুনঃ

    Poweramp Music Player
    apk (6.21 Mb)

    Lucky Patcher.apk (4.02 Mb)

    ফেসবুকে আমিঃ




    Leave a Reply