Hacker’s Keyboard -অফিস টাইপিং এর জন্য সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন । কিভাবে enable করতে হয়? Unique Features নিয়ে এবারের বিস্তারিত Post with screenshot
Hacker’s Keyboard:
=> আন্ড্রয়েড ফোনে একটি কীবোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ সময় chat/search/ note করার জন্য ডিফল্ট অ্যান্ড্রয়েড কীবোর্ড আপনাকে সব সময় সন্তুষ্ট করতে পারে না। আপনার একটা কীবোর্ড প্রয়োজন যা কম্পিউটার কীবোর্ড মত সব ফাংশন ব্যাবহারে সাহায্য করবে । আর যে কীবোর্ডটি আপনার এই ঘাটতি দূর করতে পারে, সেটি হলো হ্যাকার কীবোর্ড বা Esc কীবোর্ড।
ডাউনলোড লিংক – Hacker’s Keyboard size:1.6Mb [ by Rayhan $efat ]
## কীবোর্ডটি ব্যবহারে আমার অভিজ্ঞতা:
=> আমি গুগল প্লে স্টোরে অনেক কীবোর্ড খুজেছি, অনেক কীবোর্ড ডাউনলোড করে ব্যবহার করেছি । প্রত্যেক কীবোর্ডে কোনো না কোনো অসুবিধা ছিলই ।আমি প্রথমবার এই কীবোর্ডের দিকে আকৃষ্ট হলাম এর সাজানো \ Layout দেখে । এই কীবোর্ড ঠিক একটি কম্পিউটার কীবোর্ড এর মত দেখায় + কাজ করে । তারপর, এটার মেমরি সাইজও আবার( ১.৬ MB ), যেখানে প্লে স্টোরের প্রতিটি keyboard 2MB এর উপরে + তেমন Facillity দিতে পারে না।
## Unique বৈশিষ্ট্য:
=> এখানে আমি কীবোর্ডের শুধুমাত্র best বৈশিষ্ট্যগুলো দিলাম।
(1)এই কীবোর্ডে caps-lock feature আছে, যা অনেক কীবোর্ড এই বৈশিষ্ট্য মিস করেছে।
(2) এখানে arrow keys পাবেন । এর মাধ্যমে খুব সহজেই exact letter এ edit করতে পারবেন, যেখানে touch screen এ করা অনেক বিরক্তিকর ।
(3) এই কিবোর্ডে আপনি Delete key পাবেন, যেখানে অন্য কিবোর্ডে শুধু backspace key রয়েছে। Function key তে আপনি এই Delete key পাবেন।
(4) আপনি কী কম্বিনেশন ( যেমন:- ctrl+a, ctrl+c, ctrl+v এবং ctrl+x ) use করতে পারবেন।
(5) ফাংশন কী ( F1থেকে F12 ) use করতে পারবেন । সাধারণত,অ্যানড্রয়েডে ফাংশন কি ‘র তেমন কোনো ব্যবহার নেই, তবে এটি উইন্ডোজ ট্যাবলেটের জন্য কাজে আসবে।
(6) টাইপ করার সময় আপনি word suggestion এর জন্য হ্যাকারের কীবোর্ড ডিকশোনারি ডাউনলোড করতে পারেন। ( মাত্র 600 KB করে )
## Screenshot Follow করুন:
*** আপনার মতামত নিচে লিখবেন আর ভালো লাগলে অবশ্যই like দিবেন ।
## কিছু শিখাতে পারলে নিজেকে সার্থক মনে করব ।
??? মানুষ মাত্রই ভুল।কোনো ভুল হলে ক্ষমা করবেন ।
*** ধন্যবাদ ***
## small request:
( Like দিতে কেউ ভুলবেন না )
tnx
https://celebrityboss.com/
features গুলোর সাথে তোমার swiftkey মিলায় দেখে, reply দিও,ঠিক আছে
Heacker der ek matro keyboad
প্লে স্টোরে সার্চ করেন। তারপর ডিফল্ট ডিপিআই ইরেজ করে তার থেকে কম ডিপিআই দিয়ে ফোন রিবুট করুন। যেমন ডিফল্ট ডিপিআই ৩২০ হলে আপনি তা মুছে ২৫০ দিতে পারেন… আপনার যেমনটা ইচ্ছে…
আরো অনেক keyboard আছে,ডাউনলোড করছি + আরো খুজতাছি
পাইলে জানাবো,ok
যদি এতেও না হয়,তাহলে rotate করে কাজ করবেন