H!
আবার ফিরে আসলাম নতুন একটি টিউন লিখতে বসে গেলাম। আজকের টিউনটা হয়তো ছোট হতে পারে, তবে একটু হলেও উপকার হবে। আজকে আমরা দেখব কোডিং ছাড়া, ঝামেলা ছাড়াই খুব সহজেই কিভাবে নিজের ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটের জন্য এপস বানানো যায়।
এপস বানাতে অনেক ওয়েবসাইটই পাবেন ,তার মধ্য আমার দেখা ছোটখাট একটি ওয়েবসাইট দিয়ে দেখালাম। নাম web2apk
ওয়েবসাইটটির লিংকঃ-?
web2apk.com
web2apk
এখন কিভাবে তৈরি করবেন দেখে নিন?যদিও খুব সহজ।
১ম বক্সে আপনার চ্যানেল/ওয়েবসাইট এর লিংক দিন।

২য় টাতে নাম দিন।
৩য়. এখন একটা লোগো দিন।( এখানে অবশ্যই PNG Format এর হতে হবে এবং কোয়ালিটি একদম কম রাখতে হবে।


#এবার Show Advanced Settings এ চাপুন

#এখানে আপনার সুবিধামত লিখে নিন।অবশ্যই আকষর্ণীয় করবেন যাতে সুন্দর দেখায়। তারপর নিচের দেখানো মত create my app চাপুন।

ব্যাস হয়ে গেল এপস তৈরি এখন ডাউনলোড করে দেখুন।

আমার চ্যানেল এর এপস ডেমো হিসেবে দেখতে চাইলে?
YouTube/Anyone BD

এখন আপনার মনে প্রশ্ন হবে! এপস এর সাইজ কত হবে? মাত্র ৩০০ কেবি থেকে সর্বোচ্চ ৮০০ কেবি মধ্যে হবে। তবে এক্ষেত্রে সাইজ কমাতে হলে এপ আইকন সাইজ কম রাখুন ।

আর এটা মাথায় রাখবেন , ✔এপ কিন্তু কোন হাই কোয়ালিটি সম্পূর্ণ হবেনা।
সুধুমাত্র সাদামাটা তবে ফ্রিতে এটা অনেক ভালোই হবে।আর আপনার ভিউয়ার রা খুব সহজেই আপনার চ্যানেল এ থাকতে পারবে।চ্যানেল না সার্চ না দিয়েই এপের মাধ্যমে।

ধন্যবাদ

13 thoughts on "নিজের ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে জন্য অ্যাপ তৈরি করুন 2 মিনিটে কোডিং ছাড়া।"

  1. OndhoKobi Author says:
    thanks! hope it’s helpful….
    1. Ashik Contributor Post Creator says:
      ধন্যবাদ
  2. HQ Shakib Author says:
    very nice post bro
    1. Ashik Contributor Post Creator says:
      ধন্যবাদ
  3. HP Hasan Mahmud Subscriber says:
    thanks for good post
    1. Ashik Contributor Post Creator says:
      ধন্যবাদ
  4. Sompa44 Contributor says:
    আমাকে একটা ফোন গিফট করা হয়েছে শাওমী রেডমি নোট ৪ মডেলের।কিন্তু ফোনটাতে সাউণ্ড আসে না।হেডফোন বা স্পিকার কোত্থাও না।শুধু ব্লুটুথ হেডফোন দিয়ে গান শোনা বা কথা বলা যায়। সার্ভিসিং সেন্টারে চেক করার পর তারা বলছে কোন হার্ডওয়ার এর সমস্যা নাই।কিভাবে ফোনটা ঠিক করতে পারি জানালে খুশি হব।আমার এফবি আইডি -fb.com/sompa44islam।
    1. Ashik Contributor Post Creator says:
      দুক্ষিত যানা নাই
  5. Rohan Rafi Contributor says:
    good post,,,,এড বসানো যাবে
    1. Ashik Contributor Post Creator says:
      না
  6. Nafis fuad 340 Contributor says:
    Good And Nice Post
  7. anis anik Contributor says:
    সুন্দর প‌োষ্ট

Leave a Reply