আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিজের Android মোবাইল কে ভালো রাখা যায়।

আমরা অনকেই আছি মোবাইলের তেমন যত্ম নেই না আবার অনকেই চিন্তা করে ফোনটি কে ভাবে ভালো রাখা যায় তাই আমার এই ছোট ১০ টি টিপস।
করণীয়
1.মোবাইল কখনও ই চার্জে দিয়ে ব্যবহার করা যাবে না এর ফলে ব্যাটারি নষ্ট হয়ে যায় চার্জ বেশিক্ষণ থাকে না।
2.অপ্রয়োজনীয় অ্যাপ আন-ইন্সটল করে রাখুন-এর ফলে আপনার ফল আরো দ্রুত কাজ করবে।
3.আপনার মোবাইলের রামের উপর ভিতি করে গেম খেলুন, কখনও বড় সাইজের গেম ৫১২,২১২ রাম ওয়ালা মোবাইল বড় সাইজের গেম না খেলায় ভালো এতে ফোন ধীর গতির হতে থাকে।
4.মোবাইলের ফোন মেমরি তে কিছু রাখবেন না। কারণ ফোন মেমরি ফাঁকা দেখা গেলেও এই টার মধ্যে দিয়ে অনেক কাজ করা হয়। আপনার ইতিমধ্যেই দেখেছেন মেমরি বা ফোন মেমরি তে কিন্তু অটোমেটিক Android নামে ফোল্ডার তৈরী হয় হতে অনেক ফাইল থাকে আপনি কখন কি করছেন সব ঐটার মধ্যে সেভ হয় থাকে। তাই আমার মতে ফোন মেমরি তে কিছু না রাখা উওম।
5.কিছুক্ষন পর পর আপনার ফোনকে বুস্ট করতে পারেন, প্লে স্টোর অনেক ভালো ভালো অ্যাপ আছে।

6.শুধু মাত্র প্রয়োজনীয় অ্যাপলিকেশন সমূহ ইনস্টল করুন। ইন্টারনাল স্পেস যতটুকু ফাঁকা রাখা সম্ভব ততই ভালো। মাঝে মাঝে ক্যাশ পরিষ্কার করুন, তবে সাবধান! এই প্রসেস করতে গিয়ে অনেকেই ভুলে

প্রয়োজনীয় তথ্য হারিয়ে ফেলে।
7.সবসময় হালকা লঞ্চার ব্যবহার করবেন। হালকা বলতে আমি সিম্পল বোঝাতে চাইছি, যেমন অ্যাপেক্স বা নোভা। ব্যাটারি সেভার, র্যামক্লিনার, ক্যাশ ক্লিনার -ইত্যাদি টাইপের অ্যাপ এবং উইজেট আন-ইন্সটল করুন।
8.মাঝে মাঝে প্রয়োজনীয় ডাটা ব্যাক-আপ রেখে ফ্যাক্টরি রিসেট করুন।
9.ব্যবহার করতে পারেন ফ্লিপ-কভার বা বিভিন্ন ধরনের কভার। এতে করে আপনার ডিসপ্লে তো বটেই বরং ফোনটিরও একটা

আলাদা সুরক্ষা লেয়ার সৃষ্টি হবে। হঠাৎ হাত থেকে ডিভাইসটি পরে গেলে শক থেকে কিছুটা হলেও রক্ষা করবে।
10. এখনতো বলা নেই কওয়া নেই হুটহাট বৃষ্টি নামে! বৃষ্টি তো আপনি থামাতে পারবেন না তাইনা? এজন্যে পলিথিন রাখতে পারেন

সাথে, যেন হঠাৎ বৃষ্টিতে যদি আপনি বাইরে থাকেন তখন ডিভাইসটি রেখে দিতে পারেন

তার মধ্যে, এক্ষেত্রে জিপ ব্যাগ ব্যবহার করতে পারেন। খুবই কম, দেখতেও ভালো এবং বার বার ব্যবহারও করা যাবে। সবচেয়ে বড়

সুবিধা হচ্ছে মানিব্যাগের মধ্যেই ঝামেলা ছাড়া এঁটে যায়।

উপরের টিপসগুলো খুব সহজেই করা সম্ভব এবং এগুলো চমৎকার কাজে দেয়। শুধু বাইরে ফিটফাট রাখলেইতো হবেনা ভাই,

ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলেই না হবে পরিপুর্ন স্মার্টফোন!

#Ronnie_xerxes

16 thoughts on "আপনার Android ফোনকে কে ভালো রাখতে ১০টি করণীয় টিপস।"

  1. Trickology Subscriber says:
    যারা এখনো রেজিস্ট্রেশন করে ১$ পাননি ,তাদের জন্য https://www.bestchange.com/?p=899387
  2. Bokul Contributor says:
    রনি ভাই একটু কথা বলতাম ভাই? আপনার ফেসবুক আইডিটা দিবেন?
  3. Sayeed Author says:
    vai apbar fb id link den.kotha ase
  4. RIO CHAKMA Author says:
    কপি পোস্ট ??…এখন বৃষ্টি নামে ??
    1. Rony Author Post Creator says:
      ?????
    2. Rony Author Post Creator says:
      ??
  5. raz1 Contributor says:
    hahahaha
  6. Dhanjoy Contributor says:
    Good post আর একটি কথা কয়টি পোষ্ট করলে টেইনার হতে পারব
    1. Rony Author Post Creator says:
      ami thik janina vai
    1. Rony Author Post Creator says:
      jakaria vai apnar nam er Design ta khub sundor hoice
  7. Biplop Contributor says:
    চুরি করতে খুব ভালো লাগে আমার লেখা কপি করার মানে টা কি নিজের জ্ঞান নাই ।
  8. Shahriar Ahmed Shovon Author says:
    কপি করতেও যোগ্যতা লাগে, সেটুকুও নাই মনে হচ্ছে!!

Leave a Reply