আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

_______________

আমরা অনেকেই স্মার্টফোন কেনার সময় বিভ্রান্তিতে পড়ে যাই যে কোন ফোন কিনবো। (বিশেষ করে যাদের একটু বেশি বাজেট বা টাকা আছে তাদের ক্ষেএে)।
.
??ভাই আমার তো মোটেও সামথ্য নেই বড় বাজেটের ফোন কিনার।??
.
?Android নাকি iPhone। আবার আমরা যখন কোন Android user এর কাছে জিজ্ঞেসা করি যে কোন ফোনটা best তখন সে উত্তর দেয় Android phone। আবার যখন একজন iPhone user কে জিজ্ঞেস করি তখন সে বলে iPhone টাই best আজকের এই পোস্টটি পড়ার পর আপনার সকল বিভ্রান্তি কিছুটা হলেও দুর হয়ে যাবে আর আপনি নিজের সুবিধামতো ফোন কিনতে পারবেন।
.
??প্রথমে আসি Privacy তে ??
↓↓


IOS Privacy এর জন্য সেরা। Google play store বা অন্যান্য Android app store গুলোতে আমরা অনেক আজেবাজে app দেখতে পাই। যেমনঃ রাশিফল, কালোজাদু ইত্যাদি। এগুলো app এর privacy check না করেই Google এগুলো release করে দেয়। যে কেউ এই ধরণের app play store এ release করে যেকারো personal data খুব সহজেই hack করে নিতে পারে। তাই যদি আপনি একজন android user হন তবে এই ধরণের app download করার আগে Permission details check করে দেখবেন। অন্যদিকে Apple এর app store এ এসব app এর সংখ্যা দুর্লভ। একারণে personal data hack হওয়ার সম্ভবনা থাকে না। তাই বড় বড় সেলিব্রেটিরা তাদের privacy-র জন্যে Apple কেই বেছে নেয়।
.
??এবার আসি Brand বা Model এর দিকে??

.
??IOS based smartphone company একমাত্র Apple। এবং বর্তমানে Apple এর মাত্র ১০ টির বেশি model এর 30 টি varient available আছে। অন্যদিকে Android OS based অনেক কম্পানি স্মার্টফোন বিক্রয় করে থাকে এবং এদের অসংখ্য model এবং আলাদা আলাদা varient আছে। তাই Android স্মার্টফোন নিজের পছন্দমতো কেনা যায়।
.

??সব শেষে আসি দাম এবং Build quality তে??
.
✈✈ যদিও বা iPhone এর build quality ভালো তবুও এটি অনেকের কাছে over budget হয়ে যায়। কেননা Apple company নিজেদের উৎপাদন খরচের তিন গুণ মুনাফা নেয়?। অন্যদিকে ১৫০০০ টাকা budget এর Android phone গুলোতে iPhone এর চেয়েও ভালো build quality থাকে। তাই price এবং build quality এর দিক থেকে Android টাই best বলে আমি মনে করি।
.
এই পোস্টটি পড়ার পর smartphone কেনার জ্ঞান একটু হলেও বেড়েছে বলে আমি মনে করি। এখন Android কিনবেন নাকি iPhone সেটা আপনার choice।

???????????????????
কোনো সম্যসা হলে কমেন্ট করে জানাবেন।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ

করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

.

Post Credit By : TodayBD

16 thoughts on "Android VS iOS কোনটা Best. কোন মোবাইলটি আপনি কিনবেন??"

    1. CoCKroAcH Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  1. MD Shakib Hasan Contributor says:
    ভালো লিখেছেন Good
    1. CoCKroAcH Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  2. open34 Contributor says:
    iphone best?
    1. CoCKroAcH Author Post Creator says:
      হুম ভাই ঠিক বলেছেন। কিন্তু প্রাইজ টা যে অনেক বেশি।
  3. Abedin Contributor says:
    Android best because i can do anything using android
  4. Abedin Contributor says:
    Iphone shudu fashion ar jonno
  5. BELAL12345 Contributor says:
    আইফোন!!!!!!!!!!!
  6. Abdus Sobhan Author says:
    Ami ai post ta 8 din age likheci but admin approve koreni…
    Ata kemon vicar???
  7. Forhad Rahman Author says:
    উনি তো পোস্টের শেষে TodayBD এর Credit দিয়েছেনই। Copy copy করার কি আছে?
  8. Jillur_Rahman Contributor says:
    আমার খাছে এনডয়েই ভাল লাগে।

    আমি কোন সেলিব্রেটি নই বা ওমন কেউ নই যে ডেটা হ্যাক করে খুব বেশি ঝামেলায় পরব

    ইচ্ছে করলেই যে কোন এ্যাপের ios ভার্সন পাওয়া জায় না।

    যেমন বিকাশ প্রথমে এনডয়েড করে ios বের করেছে

    তেমনি আবার ফ্রি নেট ব্যবহার করা জায় কিন্তৃু ios এ জায় না।

    ios। ম্যাসেন্জার ফ্রি চলে না।

  9. Jillur_Rahman Contributor says:
    আমার কাছে এনডয়েই ভাল লাগে।

    আমি কোন সেলিব্রেটি নই বা ওমন কেউ নই যে ডেটা হ্যাক করে খুব বেশি ঝামেলায় পরব

    ইচ্ছে করলেই যে কোন এ্যাপের ios ভার্সন পাওয়া জায় না।

    যেমন বিকাশ প্রথমে এনডয়েড করে ios বের করেছে

    তেমনি আবার ফ্রি নেট ব্যবহার করা জায় কিন্তৃু ios এ জায় না।

    ios। ম্যাসেন্জার ফ্রি চলে না।

Leave a Reply