আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আশাকরি আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন।
আজকে আমি কথা বলবো ইউটিউবের ভিডিও কিভাবে ব্যাকগ্রাউন্ড এ শুনা যায়।
অর্থাৎ আপনি ইউটিউব এ একটা ভিডিও প্লে করে আপনি মিনিমাইজ করে আপনার অন্যসব দরকারি কাজগুলো করতে পারবেন।
ইউটিউবের ভিডিও অডিও হয়ে আপনার ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকবে।
ইউটিউব এ গান শুনার ক্ষেত্রে অনেক উপকারি ও বলতে বলতে পারেন।
তো প্রথমেই আমাদের চলে যেতে Play store এ। এবং সার্চ দিতে হবে Firefox লিখে।
ব্রাউজারটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত।
Download Firefox Broswer
ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন। এবং YouTube.com লিখে সার্চ দিন।
এবার আপনার পছন্দের চ্যানেল/ভিডিও লিখে সার্চ দিন । এবং একটি ভিডিও Play করুন।
এখন ভিডিওটি Push করে একদম উপরে ডান দিকটার (⋮) এ ক্লিক করুন।
Add once এ ক্লিক করুন।
৩ নং এ ক্লিক করুন।
(Video background fix) এটা কোথায় আছে তা খুজে বের করুন এবং তাতে ক্লিক করুন।
Add to Firefox এ ক্লিক করুন।
“ওকে”প্রেস করুন।
এবার আপনি আপনার সেই Push করা ইউটিউব ভিডিও তে চলে যান এবং Play করুন ।
আপনি এবার আপনার মোবাইলের Home( Minimise) বাটনে ক্লিক করে Mibile window তে চলে আসুন ।
নোটিফিকেশন প্যানেল টা দেখুন। আপনার সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড এ চলছে ।
তাহলে,,,
আজ এ পর্যন্তই….
পোস্টি সবপ্রথম Jahid লিখেছেন তার অনুরধে আমি টিউন টি ট্রিকবিডি তে পাবলিশ করলাম।
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে…
আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TipsNow24.Com
আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
#ধন্যবাদ।
song download kora jabe na