হেলো বন্ধুরা কেমন আছেন সবাই? সবাইকে জানাই রমজানের অনেক শুভেচ্ছা। আশা করি ভালোই আছেন।আজ আমি সিম্পল একটা ব্যাসিক ব্রাউজার শেখাবো আপনাদের যেখানে বেশি কিছু থাকবেনা ব্যাস হালকা ভাবে ব্রাউজিং করতে পারবেন।

আমার আজকের পোস্ট টা করার কারন হচ্ছে আমি গত পোস্ট একটি aia ফাইল নিয়ে করেছিলাম কিন্তু অনেকেই বলেছেন  aia এর শুদ্ধ ব্যবহার সম্পর্ক এ পোস্ট করতে তাই আমার আজকের এই পোস্ট কারন যদি নিজেই আস্তে আস্তে এপস বানানো শুরু করেন তাহলে aia এর সব ব্যবহার ও ডিজাইন বুঝে যাবেন।

আমার আগের পোস্ট টি যারা দেখেন নি তারা এইখান থেকে দেখে আসতে পারেন আগের পোস্ট টা দেখুন

তো অনেক কথা বললাম এখন ডিরেক্ট আসল কাজ এ চলে যাই

প্রথমে আপনি আপনার পিসি থেকে যেকোনো ব্রাউজার ওপেন করে Thunkable,Appybuilder,kodurar বা droidmaker  এ চলে যান।আপনি যেখানেই যান সব প্রসেস একই হবে।

আমি  Thunkable ওপেন করলাম আপনারা ও Thunkable ওপেন করতে পারেন।
 Thunkable  ওপেন করলে নিচের মত পেজ পাবেন সেখান থেকে create new app ক্লিক করুন আমার মত

এবার এপস এর নাম যেকোনো একটা নাম দিয়ে ওকে করুন নিচের মত

ওকে করলেই নিচের মত পেজ চলে আসবে কিছুখন এর মধ্যে

এখন সাইডে আগে নিচের দিকে এসে title visible এ আনটিক দিয়ে দিন নিচের মত

এখন বাম সাইডের দিকে তাকালে লেয়াউট এর একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন

এখন এইখান থেকে vertical arrangement নামের লেয়াউট টা ধরে এনে স্ক্রিন এর উপর ছেরে দিন তাহলে নিচের মত পাবেন


তারপর ডান সাইডে এসে এর Height&width Fill Parents করে দিন | নিচে দেখুন

এবার আবার লেয়াউট এ ক্লিক করুন এবং horizontal arrangement নিয়ে এসে স্কিন এর ওপর ছারুন

তারপর ডান সাইডে এসে এর Height ৭০% এবং  width Fill parents করে দিন।নিচে দেখুন

তাহলে নিচে কিছু জায়গা ফাকা আসে। এখানে আমরা নিউজ শো করাবো তাই আবার লেয়াউট এ ক্লিক করুন এবং একটি horizontal arrangement  নিয়ে নিন নিচে দেখুন এরকম আসবে

এখন সাইড থেকে এর height ও width Fill parents করে দিন নিচের মত

এখন ওপরে বাম সাইড এ user interface এ ক্লিক করুন

এখান থেকে মোট দুইটা web viewer নিন একটা স্ক্রিন এর ওপর এ ছারুন এবং আর একটা স্ক্রিন এর নিচে ছারুন তাহলে নিচের মত দেখতে পাবেন

এবার web viewer 2 মানে উপরের টাতে ক্লিক করুন তাহলে ডান সাইডে Home url বলে একটা অপশন পাবেন এখানে আপনি সেই url দেন যা আপনার এপস টা ওপেন করলেই শো হয়। এখানে আপনি আপনার ওয়েবসাইট বা নিজের ইউটিউব চ্যানেল এর ও লিন্ক দিতে পারেন। আমি আমার ইচ্ছামত দিলাম। নিচে দেখুন

এবার নিচের web viewer এ ক্লিক করুন এবং Home url এ যেকোনো একটি নিউজ সাইটের  লিন্ক দিয়ে দিন। নিচে দেখুন

তাহলে আপনার এপস এ এখন ঢুকলে উপর সাইডের বড় অংশে আপনি যে লিন্ক দিয়েছেন তা শো করবে এবং নিচের অংশে নিউজ শো করবে।

এখন এপস টা টেস্ট করার জন্য উপরের দিকে দেখুন Export লেখা আছে সেখানে ক্লিক করুন নিচে ফলো করুন

এখন নিচে দেখুন এপস টা বিল্ড হচ্ছে

এটা প্রসেসিং শেষ হলেই এই এপস এর apk ফাইল টা ডাইনলোড শুরু হয়ে যাবে। তারপর আপনি আপনার ফোন এ ট্রাই করে দেখতে পারেন।

বিষয় টা যদি বুঝতে না পারেন তাহলে আমার এ ভিডিও টা দেখে আসতে পারেন
লিন্ক- Video Link

তো বন্ধুরা আজ এ পর্যন্ত। আশাকরছি আজকের পোস্ট টা আপনাদের ভালো লেগেছে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিয়েন

29 thoughts on "আসুন আমরা নিজেই একটা মোবাইল ব্রাউজার এপস বানিয়ে ফেলি (ফুল স্ক্রিনশট)"

  1. jahid71 Contributor says:
    মোবাইল দিয়ে কি হবে?
    1. Danger Rafi Author Post Creator says:
      ব্রো puffin browser দিয়ে হয়। ট্রাই করতে পারেন। ধন্যবাদ
    2. Yousuf Emon Author says:
      হবে puffin browser pro দিয়া করতে হবে।
  2. md zakir Contributor says:
    অন্য কোনু ব্রাউজার দিয়ে হবে না যেমন ক্রোম ফায়ারফক্স
    1. Danger Rafi Author Post Creator says:
      Apnar Phone a jodi usb otg support kore tahole mouse lagiye khub sohojei jekono browser diye korte parben
  3. RajuChalna Contributor says:
    nice post BRO
    1. Danger Rafi Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো
    1. Danger Rafi Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো
    1. Danger Rafi Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো
  4. SamimBD Contributor says:
    ভাই আমার সাইটের জন্য একটা অ্যাপ বানিয়ে দিবেন?,
    1. Danger Rafi Author Post Creator says:
      Possible….ak kaj koren site er link den content gulo dekhi
  5. SamimBD Contributor says:
    [url=http://sohiaqida.wapo.mobi/]see[/url]
    1. Danger Rafi Author Post Creator says:
      akta valo maner website make koren.tahole app baniye moja paben.akhon jevabe ase ta te valo lagbe na
    1. Danger Rafi Author Post Creator says:
      ok bro.ami dekchi
  6. SamimBD Contributor says:
    ওকে
  7. SamimBD Contributor says:
    এর চেয়ে ভাল আর পারিনা যে
    1. Danger Rafi Author Post Creator says:
      Blogger এ বা wordpress এ ওয়েবসাইট তৈরি করুন ভালো হবে। wapkiz এ কোডিং করতে হয় তাই অনেক ভেজাল হয়
  8. SamimBD Contributor says:
    হোষ্টিং কিনতে ব্যায় বহুল
    1. NADiM MAHMUD Contributor says:
      Wapkiz site ডিজাইন করবেন
    1. Danger Rafi Author Post Creator says:
      thanks bro
  9. Rasel Tips Contributor says:
    ব্লগার সাইটের জন্য কীভাবে এপ বানাবো
    1. Danger Rafi Author Post Creator says:
      possible…ekhan thekeo banano jabe but oitar components gula alada hobe
  10. Rasel Tips Contributor says:
    একটা বানিয়ে দেন দেখি
    1. Danger Rafi Author Post Creator says:
      trickbd te tutorial dibo?

Leave a Reply