সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।Trickbd তে এটাই আমার প্রথম Tutorial, যেটা পার্ট – পার্ট করে দিতে হবে।
এই Tutorial এ আমি আপনাদের দেখাব কিভাবে প্রফেশনাল মানের Telegram Bot? তৈরি করবেন তাও একদম বিনামূল্যে।
এর মাধ্যমে আপনি পার্সোনাল থেকে শুরু করে প্রফেশনাল মানে বট তৈরি করতে পারবেন।আর যেহেতু,আমরা এটা অন্য বট এর সাহায্যে করব সেহেতু,এর সুবিধা সমুহ সীমাবদ্ধ। তার পরও এর এনেক সুবিধা রয়েছে। ত চলুন শুরু করা যাক।
সবাই স্ক্রিনশট ফলো করুন।
১.প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন।তাহলে, আপনাকে Telegram এপস এর একটি বটে নিয়ে যাওয়া হবে।তারপর বটটি চালু করুন
২.তারপর “Create a New Bot” এ ক্লিক করুন।
৩.তারপর নিচের মতো “@BotFather” এ ক্লিক করুন।তহলে আপনাকে অন্য একটি বটে নিয়ে যাবে।
৪.তারপর “BotFather” বটটিও চালু করুন।
৫.তারপর নিচের ছবির মতো “/newbot” এ ক্লিক করুন।
৬.তারপর আপনি যেই নামে বট খুলবেন তা লিখে সেন্ড করুন।
৭.এবার আপনার বটের জন্য UserName দিতে হবে,যেই লিংক এ গেলে আপনার বটটি পাওয়া যাবে।
এক্ষেত্রে একটি বিষয় লক্ষ রাখতে হবে যে Username এর শেষে অবশ্যই _bot লিখতে হবে।যেমনঃtrickbd_bot
দেখুন বট তৈরি হয়ে গেছে।কিন্তু এখনই এটি চালু করবেন না,কেননা বট এ এখন কিছুই নেই।
৮.তারপর নিচের ছবির মতো একটি HTTP API দেখতে পাবেন।এখানে চাপ দিয়ে ধরে রাখলে এটি কপি হয়ে যাবে।
৯.কপি করার পর আবার “Manybot” এ ফেরত চলে আসুন।এবং “I’ve copied the API token” এ ক্লিক করুন।
১০.তারপর নিচের ছবির মতো API টা পেস্ট করে সেন্ড করে দিন।
১১.তাহলে আপনার বট তৈরি।এখন লিংক এ ক্লিক করে বট চালু করুন।
১২.তাহলে নিচের মত এডমিন প্যানেল দেখতে পাবেন।
১৩.অন্য একটি একাউন্ট দিয়ে বটটি চালু করলে নিচের মত দেখতে পাবেন।
তাহলে আজকে এখানেই শেষ করলাম।পরবর্তী পর্বে ছবি সেট করা,বাটন সেট করা,বিভিন্ন কমান্ড এর কাজ দেখাব।
…Contact With Me… | |
…Name… | …Al Sayeed… |
…On Facebook… | |
…E-mail Me… | …Click Here… |
8 thoughts on "[?Hot?][Tutorial] নিজেই তৈরি করে ফেলুন প্রফেশনাল মানের Telegram Bot?. একদম বিনামূল্যে?।(পর্ব:-০১) with Al Sayeed."