আসসালামু আলাইকুম।


আশা করি সকলে ভাল আছেন। আমিও মোটামুটি ভাল আছি।প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই পোস্ট টি পড়ার জন্য।আশা করি ধৈর্য সহকারে পুরো পোস্ট টি পড়বেন।
চলুন পোস্ট এর টপিক এ চলে যাই,
আজ আমরা শিখবো কিভাবে টেলিগ্রামে চ্যানেলে ইনলাইন বাটন অ্যাড করতে হয়।
Inline Button কি?
ইনলাইন বাটন হচ্ছে কোন একটি ছোট্ট ডিজাইন করা বাটনের মতো দেখতে লেখার ভেতর সেই বিষয়ের লিংক দেয়া।আজকাল অনেকেই ডিজাইন করে নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করতে চায় কিন্তু পারে না তাদের অদক্ষতার কারণে।
নিচের ছবিটিতে লক্ষ করুন,

এই যে নিচে বাটন গুলা দেখতেছেন এগুলা টেলিগ্রামে সাধারণত অনেকেই ক্রিয়েট করতে পারেন না।৯৫% শতাংশ জনগন ই পারেন না।
তার জন্য আজকে আপনাদের শিখাবো কিভাবে করবেন।
কিভাবে ইনলাইন বাটন বানাবেন?
ইনলাইন বাটন বানানো শেখানোর জন্য যা যা লাগবে,
১. একটা টেলিগ্রাম একাউন্ট *
২. একটা টেলিগ্রাম চ্যানেল *
৩. একটা টেলেগ্রাম বোট বানাতে হবে *
৪. বোট টা আরেকটা বোট ডেভেলোপার বট এ অ্যাড দিতে হবে। *
৪. একটু ধৈর্য ব্যাস *
প্রথমেই একটি চ্যানেল খুলে নিন, চ্যানেলের খোলা এতটাই সহজ যে আর লিখে দিলাম না।
চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেলে একটা টেলিগ্রাম বোট বানাতে হবে যেটার মাধ্যমে আমরা ইনলাইন বাটন ও ভোটিং সিস্টেম অ্যাড করবো।
বোট বানানোর জন্য আমাদের যেতে হবে
BOT FATHER এ। সেখানে গিয়ে /start এ ক্লিক করে বোট ওপেন করুন।তারপর /newbot লিখে মেসেজ সেন্ড করুন।
নিচের মতো।

তারপর এ বোটের নাম সিলেক্ট করতে বলবে বোটের নাম হুবুহু আপনার চ্যানেলের নাম দিবেন।*
তারপর সেন্ড এ ক্লিক করলে নিচের মতো ইউজারনেম দিতে বলবে।

মনে রাখবেন,
ইউজারনেম ইউনিক হতে হবে ও আপনার চ্যানেল নাম এর সাথে সাদৃশ্য পূর্ন হতে রাখাই ভালো।প্রত্যেকটা ইউজারনেম শেষে bot লিখতে হবে নাহলে হবে না।চ্যানেল নেম দিয়ে দেয়া হলে।আপনাকে নিচের মতো একটা টোকেন জেনারেট হবে সেটা কপি করে নিন।

এবার আপনার বোট তৈরি হয়ে গেছে।
এবার আপনি এই বোট এর টোকেন কোড টা কপি করে নিন। এখন একটা বট কন্ট্রোলার বট এ যেতে হবে।
নিচের লিংকে ক্লিক করে সরাসরি বট কন্ট্রোলার বোট এ চলে যান।

এখানে ক্লিক করুন

সেখানে গিয়ে /start এ ক্লিক করে বোট ওপেন করুন।
তারপর /newpost লিখে মেসেজ সেন্ড করুন তারপর /addchannel লিখে মেসেজ দিলে নিচের মতো দেখতে পাবেন।

আমরা বোট ফাদার থেকে কপি করা আপনার বোটের টোকেন কোড টা পেস্ট করে দিন।
পেস্ট করে দিলে নিচের মতো কিছু লেখা আসবে।

সেখানে লেখা আছে:-
আপনার বোটটি আপনার চ্যানেলে অ্যাড দিতে ও আপনার চ্যানেলের যেকোন মেসেজ ফরওয়ার্ড করে বোট কন্ট্রোলার এ দিতে।
তার জন্য আপনি আপনার চ্যানেলে চলে যান।নিচের দেখানো চিহ্নে ক্লিক করুন।

তারপর Add Admin > আপনার বোতের ইউজারনেম লিখে সার্চ দিন।তারপর নিচের মতো “টিক’ এ ক্লিক করে দিন।

এবার আপনার চ্যানেলে কিছু একটা লিখে পোস্ট করুন। যেমন আমি “Hi” লিখলাম।
তারপর সেটা ফরওয়ার্ড করে বোট কন্ট্রালোর বোট এ নিন।তারপর নিচের মতো টাইমজোন সেট করতে বলবে।

টাইমজোন Dhaka হবে তাই “Dhaka” লিখে মেসেজ সেন্ড করে দিন।
তারপর “yes, its right ” এ ক্লিক করে দিন।
ব্যস আপনার কাজ শেষ ৮০%.
এবার আমরা ইনলাইন বাটন কিভাবে ইউজ করবো ও upvote বাটন ইউজ করবো সেটা দেখাবো।
আপনার বানানো বট এ চলে যান। তাপর /start এ ক্লিক করে বোট ওপেন করুন।
নিচের মতো দেখাবে continue তে চাপুন।

তারপর আপনাকে টেক্সট লিখলে বলবে আপনার পোস্ট এর মূল বিষয়। যা লিখতে চান লিখে ফেলুন।আমি hi guys লিখলাম।

তারপর ই আসল জিনিস আসবে এবার কিছু অপশন দেখিতে পাবেন যেমন: add reaction, add url button,add comment.

অ্যাড url বাটন এ ক্লিক করুন inline বাটন অন করতে।

নিচের ছবিটি ভালভাবে দেখুন ও বুঝুন।যেখানে বলছে।

বাটন ট্যাক্স এর ফরম্যাট হতে হবে
ট্যাক্স যেটা সো করবে > তারপর স্পেস > তারপর “-” হাইফেন > তারপর url লিংক।
যেমন:- ” Join my channel – https://t.me/Rakib320 ”
একের অধিক ইনলাইন বাটন অ্যাড দিতে একটা লিখার পর লাইনের প্রথম থেকে শুরু করুন।
দেখুন আমার একটা ইনলাইন বাটন ক্রিয়েট হইছে।।।।।
এবার upvote বা রিএকশন অ্যাড দিতে
add reaction বাটন এ ক্লিক করুন।
তারপর নিচের মতো দুটি অপশন মাঝে “/” দিয়ে দিন।
যেমন: like / dislike (দুটি শব্দ স্পেস থাকবে)

তারপর মেসেজ সেন্ড করুন।তারপর পোস্ট আপনার চ্যানেলে পাবলিশ করতে সেন্ড এ ক্লিক করুন।নিচের মতো দেখাবে…….

Send Now এ ক্লিক করুন ব্যাস।আপনার পোস্ট পাবলিশ হয়ে গেলো।
নিচের আমার চ্যানেলের পোস্ট টি দেখুন।

অনেক সময় নিয়ে লিখেছি।আশা করি সকলের উপকারে আসবে।কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভূলবেন না। ট্রিকবিডির সাথেই থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।

Leave a Reply