আসসালামু আলাইকুম!
কেমন আছেন সকলে?
আশা করি অনেক ভালো আছেন?
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থাকে যেগুলো হঠাৎ অনেক সময় দরকার পড়তে পারে!
আর তখন যদি আপনার মেগাবাইট না থাকে?
তাহলে???
কিছু করার থাকবে না।
তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি এপস নিয়ে এসেছি।
এপসটি দিয়ে অনেক সহজে যেকোনো ওয়েবসাইট অফলাইনে ব্যবহার করতে পারবেন।
এখন আপনারা হয়তো বলতে পারবেন “পাগল নাকি? কয় কি? যেকোনো ওয়েবসাইট অফলাইনে কিভাবে ব্যবহার করব? “
আমি একটা উদাহরণ দেইঃ
আমরা অনেকেই ইউটিউবের ভিডিও দেখি। যদি কোনো ভিডিও আমাদের ভালো লাগে তাহলে সেটা আমরা ডাউনলোড করে রাখি।
যাতে পরবর্তীতে এটা অফলাইনে দেখতে পারি।
আমরা ঠিক একই ভাবে আজ যেকোনো ওয়েবসাইট ডাউনলোড করে নিবো।
এবং পরবর্তীতে অফলাইনে ওয়েবসাইটটি আমরা দেখতে পারবো।
কাজটা করতে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। এই কাজটি করতে তেমন কিছুর দরকার ও নাই। আমরা আমাদের হাতের এন্ড্রয়েড ফোনটা দিয়েই আজকের এই কাজটা মানে যেকোনো সাইটটকে অফলাইনে দেখতে পারবো।
এরজন্য আপনাকে একটি এপস ডাউনলোড করতে হবেঃ
নিচের লিংক থেকে এপসটি ডাউনলোড করে নিনঃ
এবার আসুন এপসটিতে কিভাবে কি করব?
তা সবকিছু জেনে নেইঃ
এপসটি ডাউনলোড করে।
ওপেন করুন।
এবার (+) প্লাস আইকোণে ক্লিক করুন।
এখন আপনি যেই সাইটটি অফলাইনে দেখতে চান!
সেইটার লিংক ও টাইটেল লিখুন।
এরপর “Download” এ ক্লিক করুন।
কিছুক্ষণ আপনার দেওয়া লিংকটি চ্যাক করবে।
এবার আপনার দেওয়া লিংকের টাইটেল এর উপর ক্লিক করুন।
এবার সাইটটি ডাউনলোড করার জন্য “Yes” এ ক্লিক করুন।
দেখুন ওয়েবসাইটটি ডাউনলোড শুরু হয়ে গেছে।
ডাউনলোড ১০০% হয়ে গেলে আবার আপনার দেওয়া লিংকের টাইটেল এর উপর ক্লিক করুন।
দেখুন আমার ডাটা অফ।
এবার আমি আমার ডাউনলোডকৃত সাইটটা ওপেন করলাম।
আমি একটি পোস্ট ও দেখছি।
কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই।
ওয়েবসাইটটিতে যদি কোনো অপশেন ডাউনলোড না হয়।
তাহলে উপরের মতো দেখাবে।
এবার ডাউনলোডে ক্লিক করে দিবেন।
এই ফাইলটাও ডাউনলোড হয়ে যাবে।
এটা শুধুমাত্র অনেক জরুরী সময়ে ব্যবহার করবেন।
তাছাড়া অফলাইনে সাইটটা ব্যবহার করে আপনি শুধু পুরোনো আপডেট গুলোই পাবেন সাইটের৷
নতুন কোনো আপডেট আসলে অফলাইনে সেইটা আপনি দেখতে পারবেন না।
আমার আজকের বিষয়টি পড়ে আপনার যদি অল্প একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যয় আমাদের সাইটটি ঘুরে আসবেন।
★★★TwiceBD.Com★★★
টুইচবিডি দিচ্ছে প্রতি পোস্টে ৫৳ টাকা!
মাত্র ২০৳ হলেই রিচার্জ এবং ৫০৳ বিকাশ!
তাছাড়া থাকছে ১টি পোস্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ!
15 thoughts on "কোনো রকম নেট কানেকশন ছাড়াই TrickBD সহকারে যেকোনো সাইট ব্যবহার করুন অফলাইনে।"