আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা কার্যকরী Trick নিয়ে এলাম। এতে করে আপনি আপনার Phone-এ যেসকল Number Save করে রেখেছেন, সেগুলোর একটা PDF File তৈরি করে নিতে পারবেন। এতে করে কোনো কষ্ট না করেই আপনার Number গুলোকে আপনি Diaryতে লেখার মতো Save করে নিতে পারবেন। Number কোনো কারণে Delete হয়ে গেলেও আপনার কাছে এটা থাকলে Backup হিসেবে কাজ করবে। যাই হোক, এবার মূল কাজে আসা যাক।

 

কীভাবে করবেন?

এর জন্য প্রথমে একটা App Download করতে হবে। নিচের Link থেকে Download করে নিন-

Download APK (5.1 MB)

 

এবার এটাকে Install করে Open করুন।

তাহলে নিচের ছবির মতো দেখতে পাবেন। এখানের Start Icon-এ ক্লিক করুন।

তাহলে নিচের মতো আসবে। এখানের Contacts to PDF Option-এ ক্লিক করুন।

তাহলে কাজ শুরু হবে এবং নিচের মতো Processing হবে।

 

শেষ হলে নিচের মতো আসবে।

এখানে লেখা Location-এ গেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত File পেয়ে যাবেন। অথবা আপনি View Option থেকে এখানেই একবার দেখে নিতে পারেন।

 

আমার File দেখুন-

 

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

6 thoughts on "আপনার Phone-এ Save থাকা সকল Number-কে PDF File হিসেবে Save করুন খুব সহজে"

    1. Azim Author Post Creator says:
      Thanks for your useful comment.
  1. blackhat Contributor says:
    Nam soho thakbe?
    1. Azim Author Post Creator says:
      হ্যাঁ, নাম আর Number।
  2. Xunayed Contributor says:
    Nice post.. Ati dorkar cilo amr jonno..many many thx bro
    1. Azim Author Post Creator says:
      Apnakeo osongkho dhonnobad.

Leave a Reply