আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম Android ফোনে ব্যবহৃত বহুল জনপ্রিয় ফটো ইডিটিং অ্যাপ “ফেসঅ্যাপ” এর প্রো ভার্সনের মোড ভার্সন সম্পূর্ন ফ্রিতে। যাই হোক মুল বিষয় দিকে যাই।
FaceApp হচ্ছে Android ফোনের সেরা একটি ফটো ইডিটিং সফটওয়ার । যেটা খুবই ছোট, সিম্পল, ইজি এবং ফাস্ট একটি সফটওয়্যার । খুব সহযেই আপনি আপনার যেকোনো ফটোকে ইডিট করে সেটাতে Young থেকে OLD আবার OLD থেকে Young করে ফেলতে পারবেন। এখন পর্যন্ত এই অ্যাপটিকে 100 মিলিয়ন এর বেশিবার ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে।
তবে এই অ্যাপটিরও পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন রয়েছে। আপনি ফ্রি ভার্সনে সকল সুবিধা পাবেন না। কিন্তু আপনাদের চিন্তার কোনো কারন নেই, কেননা আমি এই অ্যাপটির মোবাইল ভার্সনের ডাউনলোড লিংকটি পোষ্টের নিচে দিয়ে দিয়েছি । সেখান থেকে খুব সহযেই গুগল ড্রাইব হতে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন ।
অ্যাপ ইনফরমেশনঃ
FaceApp অ্যাপটি আপনারা ব্যবহার করলেই বুঝে যাবেন এটা কতোটা মজার একটি অ্যাপ। সো চলুন এক নজরে দেখে নেই আর কি কি ফিচারস আছে এই অ্যাপটিতে।
প্রধান ফিচার্রসঃ
- Change your sex.
- Change your era (Young or Old ).
- Produce a grin.
- Many colour filters, lovely light.
- Makeup.
- Produce your hairstyle.
মোড ফিচারসঃ
- ফুল ভার্সন আনলোকড
- সকল অ্যাডস রিমুব
- নো ওয়াটারমার্ক
তো এই ছিল যত প্রকার বিশেষ গুন এই এপসটির, যাই হোক আমি নিজেও অ্যাপটি ব্যবহার করি তাই বলতে পারি আপনি এই অ্যাপটি ব্যবহার করলে আপনার অনেক উপকার হবে । আর আমি তো প্রিমিয়াম ভার্সন দিয়ে দিচ্ছি সো নো টেনশন।
ডাউনলোড করুন
ডাউনলোড: Download Now
|| যদি এখান থেকে ডাউনলোড করার পর কাজ না করে তাহলে এটা ইউজ করুন [ 2ND VERSION
প্রিমিয়াম সোর্সঃ FaceApp Pro Free Download
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
- উপরে ডাউনলোড লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করুন।
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিলো অ্যাপটি ইনস্টল করার পদ্ধতি
তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কমেন্ট করবেন না প্লিজ
যেকোনো প্রয়োজনে,
Eto din por pawa gelo
photo processes a giye ar jay na
বাট একটা কথা, সবকিছুতে ইসলাম বা ধর্ম নিয়ে টানাটানি করা ঠিক না যেহেতু আপনি অনলাইন জগতে আসছেন।
আপনি যদি সত্যিই ইসলামের নিয়ম নীতি মেনে চলতেন তাহলে আর অনলাইন জগতে আসতেন না। এমনকি মুখ দিয়ে খারাপ কোনো প্রকার কথাবার্তাও বলতেন না লাইফে। আপনি টিবিতে বা ফোনে মুভি দেখেন, গান শুনেন। সব কি ইসলামের নিয়ম মাফিক? ইসলাম কোনোদিন বলেনা, আপনি গিয়ে বলিউডের গান শুনেন, হলিউডের মুভি দেখেন। বাট তাও তো দেখেন। সো এটা যেহেতু অনলাইনের একটা সাইট সেহেতু এই অ্যাপটা নিয়ে রিবিউ করা যেতেই পারে। আর তাছাড়া ধর্মের প্রতি এতো ভালোবাসা থাকলে ট্রিকবিডি যে সাইট এটাও আর তৈরী হতো না। বা তৈরী হলেও এখানে এডসেন্স অ্যাড করা হতো না বা হলেও এডাল্ট কোনো অ্যাড লাগানো হতোনা।
বাট তাই বলে এখানে এতো ধর্ম নিয়ে টানাটানি করার কি আছে? যদি সত্যিই ধর্মের প্রতি এতো ভালোবাসা থাকে তাহলে আজই অনলাইন থেকে লিভ নেন, গান বাজনা বন্ধ করেন।আমি সামান্য একটা অ্যাপ রিবিউতে এতো প্রবলেম? আগে নিজের দিকে দেখেন তারপর অন্যকে ঠিক করবেন।
ইসলাম কে সব যায়গায় কেন টানো, ইসলাম কি সব যায়গায় টানার মত কিছু, ইসলাম কে রাখবে ঘরের কোণে, যেখানে টানলে সুবিধা হবে সেখানে টানবা, যেখানে অসুবিধা হবে সেখানে কেনো টানো,
তোমরা বুজো না – দুদু খাও – ওরা মুসলমান নামের কলংক যারা বলে ইসলাম কে সব যায়গায় আনা যাবে না – ওদের মাঝে মুনাফিকের চরিত্র বসবাস করে – নিস্বন্দেহে বলা যায়।।।
তোমার মানতে ইচ্ছে করলে মানো আর ইচ্ছে না করলে মানো না কিন্তু যে ইসলাম তোমার জন্মের আগে থেকে পরে পর্যন্ত প্রয়োজন সেই ইসলাম সব যায়গায় ই প্রয়োজন।
balee r jonno author ara
kaj kore na b.alee r jonno author ara
Faltu post koris,,,,,,,,,Amar 50 mb khoroc hoye gelo,,,,,,,emnitei gorib Manus
আমি উপরের কমেন্ট গুলো পরেই কমেন্ট করেছি, না হলে আপনার মত এই রকম আ* মার্কা অথরের পোস্টে কমেন্ট করার সময় আমার নাই।
আপনার টোটাল পোষ্ট ৬৭। তার মধ্যে ৫৮/৫৯টা পোষ্টই ছিলো আপনার মোডস অ্যাপ নিয়ে। সামান্য মোডস অ্যাপ শেয়ার করে এতো ভাব। ৭/৮টা পোষ্ট ২বছর আগে ভিন্ন রকম করছিলেন সেগুলা ছাড়া তো আর কোনো পোষ্টই মোডস রিবিউ ছাড়া করেন নাই। হাজার হাজার মোডস অ্যাপ আছে। সো সবই যদি মোডস অ্যাপ দিতে থাকি তাহলে আর কেমনে কিসের অথর।
আমি একেক সময় একেক টপিকের উপর পোষ্ট করি। আপনার মতো মোডস অ্যাপ নিয়ে পড়ে থাকিনাই। কাউকে নিয়া খারাপ কিছু বলার আগে নিজের দিকে একবার দেখবেন তারপর বলবেন।
আর আমার যে এই পোষ্টটা সেটা অনেকে চাইছিলো মোডস রিবিউর জন্য সেজন্য করছি। আর উপরের যে কমেন্ট সেটা আমার ভুল ছিলো। আর তাছাড়া মানুষ মাত্রই ভুল। 🙂