হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম Alexa ফিচার যেভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য তাহলে চলুন শুরু করা যাক।



Alexa মূলত ভয়েস এর মাধ্যমে কন্ট্রোল করা যায় এটা Amazon Assistant এর ডিভাইস যা আপনার ভয়েস কে কমান্ড হিসাবে প্রসেসিং করে সে অনুযায়ী কাজ করতে পারে। এটা বর্তমানে Smart Home ডিভাইস হিসাবেও ব্যবহার হচ্ছে আর এর প্রধান ফিচার হলো এটা আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম তবে অদ্ভুত টাইপের প্রশ্ন করলেও উত্তর না পাওয়ার সম্ভাবনাই বেশী। এছাড়াও Alexa কে কমান্ড দিয়ে অল্প সংখ্যক কিছু কাজ করা যায় যেমন ধরুন গান বাজানো, বই পড়া ইত্যাদি। তাহলে কেমন হবে যদি এই Alexa ফিচার আপনার Android মোবাইল থেকে উপভোগ করা যায়।

 

তো এই ছোট্ট ট্রিক এর জন্য পোষ্ট বড় করবোনা তাই চলুন দেখে নেই কিভাবে এই ফিচার আপনার Android থেকে ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক।

তাদের মূল অফিশিয়াল এপ এর নাম Amazon Alexa তবে সমস্যা হলো এটা আমার কম দামী ডিভাইসে সাপোর্ট করছেনা তবে এপ এর লিংক নিচে দিয়ে দিচ্ছি চাইলে আপনার ডিভাইসে চলবে কিনা তা চেখে দেখতে পারেন।

কন্ট্রোল করা তেমন বেশী কঠিন নয় তাই এর টিউটোরিয়াল দেওয়ার প্রয়োজন মনে করলাম না।


Download Amazon Alexa


আর অন্য দিকে আমার ডিভাইসে যেহেতু সাপোর্ট করেনা তাই দমে গেলে চলবে এর Alternative কিছু খুজতে থাকলাম এবং সবশেষে এর সমাধান হলো তাই আমি Alternative এপ এর লিংক টাও দিয়ে দিচ্ছি যাতে আপনার ডিভাইসে Amazon Alexa সাপোর্ট না করলেও যাতে Alternative এপ টি সাপোর্ট করে।



Amazon Alexa এর বিকল্প এপ এর নাম Reverb for Amazon Alexa যার সাইজ মাত্র 12 MB চলুন কিছু স্ক্রিনশর্ট দেখে নেওয়া যাক এবং শেষ প্রান্তে ডাউনলোড লিংক।


তো আপনি যেভাবে কন্ট্রোল করবেন হয় উপরের ন্যায় বাটনে চেপে ধরে তাকে প্রশ্ন করবেন তাহলে উত্তর পাবেন আর নয়তো ভয়েস কমান্ড একটিভ করতে পারেন সেটিংস থেকে যেমন আমি করে রেখেছি hey Alexa আর যখন ওয়ার্ড টি উচ্চারন করা হবে তখন এপ আপনার কথা বুঝার চেষ্টা করবে এবং সে অনুযায়ী সোর্স থেকে বেছে নিয়ে আপনার উত্তর দিবে তবে শুধু শুধু বাংলায় কিছু প্রশ্ন এখন করা যাবেনা নয়তো সে বলে উঠবে সরি আমি আপনার কথা বুঝতে পারি নি এটা আগামীতে করা যাবে হয়তো।


Reverb For Amazon Alexa


Download Link


আশা করি মজা করার জন্য হলেও টেস্ট করে দেখবেন আর যদি ভালো লাগে আর্টিকেল টি তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।


তাহলে এখনকার মত বিদায় দেখা হবে অন্য কিছু নিয়ে ভিন্ন কোন সময়ে চাইলে আমার ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক।


www.DarkMagician.Xyz


সৌজন্যেঃ সাইবার প্রিন্স -FB

3 thoughts on "আপনার Android মোবাইলে ব্যবহার করুন Amazon Alexa ফিচার কিংবা তার Alternative App বিস্তারিত দেখুন"

  1. MD Shakib Hasan Contributor says:
    Facebook id link dan
  2. All Razik Subscriber says:
    nc post Letest all sim offer plz visit now: https://www.httpsletestallsimoffer.xyz/

Leave a Reply