Video Game Live Stream: করার জন্য দরকার High Requirement PC. আর নয়তো একটি পিসি থেকে গেমস খেলা আর লাইভ এক সাথে করলে সম্মুখিন হতে হয় নানান সমস্যার।

Video Game Live Stream আপনি চাইলে একটু আইডিয়া খাটিয়ে কোন প্রকার Lag ব্যতীত Smoothly Video Game Live Stream করতে পারবেন।


যেমন অনেক গেমারদের দেখা যায় দুইটি পিসি ব্যবহার করতে। যার মধ্যে একটা Games খেলার জন্য। আর অন্যটি Video Game Live Stream এবং Comment পড়ার জন্য।


আবার অনেকেই আছে যারা তিনটি থেকে পাঁচটি পর্যন্ত মনিটর ব্যবহার করে থাকে।


কিন্তু আপনার যদি শুধু মাত্র একটি PC থাকে আর ঐ PC থেকেই যদি Stream করার কথা পরিকল্পনা করে থাকেন তবে দেখে নিন আমার ছোট্ট আর্টিকেল টি।


আমার Video Game Live Stream পোষ্টে আলোচনা করবো কিভাবে কোন প্রকার Lag কিংবা Slow সমস্যা ব্যতীত একটি Computer থেকে লাইভ করবেন।


তবে এর জন্য কিছু জিনিস প্রয়োজন পড়বে যা কম বেশী সবার কাছেই আছে তাই আলাদা করে কিছু ক্রয় করতে হবেনা।


Vide Game Live Stream আর পোষ্ট শুরু করার আগে কিছু বলে নিতে চাই।

আর তা হলো আপনি খোজ নিয়ে দেখেন সকল বড় বড় কোম্পানীগুলো ছোট থেকেই বড় হয়েছে। আর অনেকের শুরুটা ছিলো গ্যারেজ থেকে। এসব কেন বলছি হয়তো তাই ভাবছেন আসলেই কি তাই?


আচ্ছা বলছি শুনুন সফলতা একদিনেই আসবেনা এটা অর্জন করতে হয়। এই নয় যে আপনার গেমিং ভালো মানের পিসি আছে বলে আপনার Live Stream সবাই দেখবে। আপনার Skill থাকতে হবে যার জন্য লক্ষ টাকার PC প্রয়োজন নেই। যা আপনি সাধারন PC থেকেই দেখাতে পারবেন।

এবার এটা কেন বলছি হয়তো ভাবছেন তাই নয় কি?


যদি তাই হয় উত্তর টাও শুনে নিন। ধরুন আপনি Video Game Live Stream করবেন বলে সব থেকে দামী কম্পিউটার টি কিনে আনলেন। আর ছয় মাস ধরে YouTube এ কাজ করে গেলেন। কিন্তু এক সময় গিয়ে হাল ছেড়ে দিলেন View না আসার কারনে।


তাহলে কি হবে সময় এবং শ্রম তো দিতে হবেই সাথে এত টাকা খরচ করার জন্য নিজেকে গালি দিতে মন চাইবে।


তাই পুজি দেওয়ার আগে নিজেকে একবার পরখ করে দেখার আহবান রইলো। যদি আপনার Gameplay এর জন্য ভালো Response পান তবেই বাজেট বড় করুন।


আর শুরুটা যে কোন PC দিয়েই করা সম্ভব যা আমি আলোচনা করবো।


যদি আপনি ভালো Response না পান Youtube থেকে। তবে যে টাকা বাজেট সবথেকে দামী কম্পিউটার কিনার জন্য করেছিলেন তা দিয়ে অনলাইন High Demand কাজ গুলোর Course করুন। আমি শিউর আপনি Video Game Live Stream করতে চাচ্ছেন অনলাইন থেকে আয় করার জন্য।


“একবার না পারিলে দেখ শতবার”


তাই কেউ হাল ছেড়ে দিবেন না যদি সম্ভব হয় অন্য ভাবে ভেবে দেখুন। যেমন আপনি প্রতিদিন দেখে থাকেন সেটা Regular View আর আপনি যদি একটু নিচু হয়ে দু পায়ের মাঝ দিয়ে পৃথিবী দেখার চেষ্টা করেন তবে সেটা Different View পাবেন।


আমি বলছিনা আপনাকে এভাবে করতে এটার মাধ্যমে Just নিজের চিন্তাধারা কে অন্য ভাবে ভাবার জন্য উদাহরণ দিয়েছি।


হয়তো অনেকটা বিরক্ত আসছে এত লম্বা Article পড়তে তবে এটা সত্য যে আমরা কম বেশী সবাই অনলাইন থেকে আয় করতে চাই। আর তা যদি একভাবে Possible না হয় তবে বিকল্প কিছু চিন্তা করতে হবে। আর এটাও বোঝাতে চাচ্ছি Stream করবেন ভালো কথা তার জন্য আহামরি PC দরকার নেই।


চলুন দেখে নেই সাধারন পিসি দিয়ে কিভাবে কোন প্রকার বাধার সম্মুখীন না হয়ে Video Game Live Stream করা যাবে।


Video Game Live Stream করতে যা দরকার হবে আপনার।

  1. Normal PC For Gameplay
  2. Android Mobile
  3. Wifi Connection
  4. Stream Tools For Android
  5. Youtube or Other Stream Community Account.
  6. Screen Share Software And App.

আশা করি সকল কিছুই আপনার আছে নয়তো আমার আর্টিকেল টিতে প্রবেশ করতেন না।

আর Wifi এজন্যই উল্লেখ করছি কারন Data দিয়ে Live করতে চাইলে খাজনার থেকে বাজনা বেশী হয়ে যাবে।


বর্তমানে Trend যেহেতু PUBG Mobile চাইলে তা দিয়ে শুরু করতে পারেন নয়তো আরো অনেক কিছুই আছে খুজলেই মিলবে।


তাহলে  পিসি দিয়ে যেহেতু Game খেলবেন তাহলে Android মোবাইলকে বানাবো Live Stream করার Device.


কম্পিউটারে অবশ্যই Emulator ব্যবহার করে PUBG Mobile খেলা হয়ে থাকে।

আশা করি আপনার Install করা আছে সব কিছু।


আর যদি উত্তর না হয় তবে নিচের লিংক থেকে Download করে নিতে পারেন।


Gameloop Emulator Download


আপনি Gameloop থেকেই PUBG Mobile Download এবং Install করে নিতে পারবেন।


এবার আপনার Android মোবাইলে দরকার হবে Video Game live Stream App বা Tools.


যে Tools টি লাগবে তা আপনাদের অনেক পরিচিত Omlet Arcade যদি না থাকে তবে নিচের লিংক থেকে Download করে নিন।


Omlate Arcade Download


Download শেষ হলে Install করে রেখে দিন।


এবার আপনার PC থেকে Android এ Screen Share করার জন্য Software এবং App দরকার হবে।

আর এটা অবশ্যই জরুরী কারন।

Share করা Screen থেকেই আমরা Video Game Live Stream করতে পারবো Youtube এর মত Platform গুলোতে। 


আর তা অবশ্যই আমাদের Android Device এর বদৌলতে হবে।


তাই আপনার দরকার Android App এবং PC Software. আর সাথে জানা থাকতে হবে Screen Share কিংবা Remote Device Control করার মত Trick গুলো।


যা নিয়ে আমি আগেও কিছু আর্টিকেল শেয়ার করেছিলাম। তাই Screen share কিভাবে করবেন তা জানতে এবং টুলস ডাউনলোড করতে নিচের টিউটোরিয়াল গুলো দেখে নিন।

আশা করি উপরের টিউটোরিয়াল লিংক থেকে আপনি বিস্তারিত জেনে নিয়েছেন।

উপরের টিউটোরিয়াল আপনাকে Screen Share কিংবা Remote Desktop এর আইডিয়া দিবে।

এবার আসছি মূল কাজে আপনার PC থেকে PUBG Mobile Games চালু করুন।



চালু করা হলে আপনার Android মোবাইল থেকে Omlate Arcade App টিতে প্রবেশ করুন। যদি একাউন্ট করতে হয় তবে করে নিন।



Account তৈরী হয়ে গেলে আপনি লাইভ করার জন্য পরবর্তী Step গুলো দেখে নিন।

(+)বাটন টা চেপে দিন আপনার Stream টি শেয়ার করার জন্য।

Go Live Button ক্লিক করে দিন।

এবার আপনাকে Screen Share করার App নির্বাচন করতে হবে Omlate arcade থেকে। আমি Chrome Remote Desktop দিয়ে চালানো দেখাচ্ছি। তাই Chrome Remote Desktop টি নির্বাচন করুন।এটা করার উদ্দেশ্য হলো নির্বাচিত App দিয়ে যা চলবে তা লাইভ শেয়ার হবে ব্যস এতটুকু।

নোটঃ আর আপনি যদি PC Connect এর মাধ্যমে চালাতে চান তবে এই ক্ষেত্রে তা নির্বাচন করুন।

এবার Chrome Remote Desktop দিয়ে আগে আপনার পিসির সাথে Connect করুন।

কিভাবে Connect করতে হয় তা উপরে উল্লেখ করেছি।

এবার নির্বাচন করতে হবে আপনি কোন Platform থেকে Video Game Live Stream করবেন।

যদি ফেসবুক হয় তবে তাতে লগিন করুন। আর যদি Youtube হয় তবে তা নির্বাচন করে লগিন করে নিন।

Login করার ঝামেলা শেষ হলে আপনি Next বাটন ক্লিক করুন।

Next Step টিতে আপনাকে Status/Description দিতে হবে।

আর চাইলে Overlay চালু করে নিতে পারবেন। এবং সবশেষে Ready করে দিন Live Stream.

প্রমান হিসাবে দেখুন আমার মোবাইলে PC Screen চলে এসেছে।

এবং তার সাথে মোবাইল থেকে Video Game Live Stream চালু হয়ে গিয়েছে।

এবার আপনার কাজ হবে PC তে বসে গেম খেলা।

আর আপনার মোবাইলের কাজ হবে Share করা Screen নির্দিষ্ট Platform গুলোতে Live করা।

ব্যস হয়ে গেলো এক PC দিয়ে সুন্দরভাবে Live Stream. এর জন্য আপনাকে আলাদা কিছু ক্রয় করতে হচ্ছেনা।

আর নিজের কাছে থাকা জিনিস গুলো দিয়েই দুটি কম্পিউটারের চাহিদা পূরন করে নিচ্ছি Android ব্যবহার করে।

আর এবার আসি যারা শুধু Android মোবাইলে গেমস খেলা এবং Live Stream করতে চান।

তারা শুধু Omlet Arcade ব্যবহার করেই মোবাইল থেকে Stream করতে পারবেন।

আর্টিকেল টির মূল সোর্স:-

Video Game Live Stream with PC And Mobile
তাহলে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।
দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।

13 thoughts on "Video Game Live Stream সাধারন PC কিংবা Mobile দিয়ে"

  1. Md Sohan Sheikh Contributor says:
    Low End PC এর Emulator এর জন্য যে লিংক দিয়েছেন ওইটা ভুল আছে । লিংক ঠিক করেন ভাই।
  2. Nishan khan Subscriber says:
    খুব সুন্দর পোষ্ট ব্রাদার। ।

    ট্রিকবিডি সাপোর্ট টিম এর দৃষ্টি আকর্শন করছি.. আমি কয়েকটি ভালো মানের পোষ্ট করেছি প্লিজ পোষ্ট গুলো রিভিও করেন!!

    1. ধন্যবাদ ভাইজান
  3. Hridoy Mini Expert Author says:
    Onek valo post korechen…
    1. ধন্যবাদ ভাইজান আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।
  4. shamim4t Contributor says:
    অসাধারণ পোস্ট . .
    1. ধন্যবাদ ব্রাদার
  5. Dip Dey Contributor says:
    Post Er Title দেখেই বুজেছি এটা কার পোষ্ট। Thanx Vai
    1. ভালোবাসা ভাইজান
  6. Abedin Contributor says:
    Vai notun movie download korar kono link thakle den…..
  7. Md Asif Contributor says:
    vai Chrome Remote Desktop eita diya pc screen mobile e connect er jonno kono usb cable lagbe.?

    and kivabe connect korbo seta bolen apnar post er link kaj korce na

Leave a Reply